গৌতম গম্ভীরও যেটা পারেননি, সেটা করে দেখালেন শ্রেয়স আইয়ার। তাঁর অধিনায়কত্বেই ইতিহাসে প্রথমবার শীর্ষস্থান ধরে রেখে আইপিএলের গ্রুপ-পর্ব শেষ করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বুধবার গুয়াহাটিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে হারার পরই পাঁচটি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গিয়েছে যে এক নম্বর দল হিসেবে ২০২৪ সালের আইপিএলের গ্রুপ পর্যায় শেষ করবে কেকেআর। এর আগে কেকেআর ২০১২ সাল এবং ২০১৪ সালে আইপিএল জিতলেও ওই দু'বছর গ্রুপ পর্যায়ের শেষে লিগ তালিকায় দু'নম্বরে ছিলেন গম্ভীররা। ২০১২ সালে এক নম্বরে ছিল তৎকালীন দিল্লি ডেয়ারডেভিস (অধুনা দিল্লি ক্যাপিটালস)। আর দু'বছর পরে গ্রুপ লিগের শীর্ষে ছিল তৎকালীন কিংস ইলেভন পঞ্জাব (বর্তমানের পঞ্জাব কিংস)। গ্রুপ লিগে দুইয়ে শেষ করে শেষপর্যন্ত আইপিএল খেতাব জিতেছিল কেকেআর। এবার এক নম্বরে শেষ করে সেই ট্রফি আসে কিনা, তা সময়ই বলবে।
আরও পড়ুন: IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে রবি শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা ভারতের প্রাক্তন কোচের
আইপিএলের পয়েন্ট তালিকার মগডালে KKR
বুধবার রাজস্থান হেরে যাওয়ার পরে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে কেকেআর। ১৩টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৯ পয়েন্ট। সেখানে ১৩টি ম্যাচের শেষে ১৬ পয়েন্ট আছে রাজস্থানের। আপাতত যা পরিস্থিতি, তাতে কোনও দলই ১৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ছুঁতে পারবে না কেকেআরকে। দুটি দল বড়জোর ১৮ পয়েন্টে পৌঁছাতে পারে - রাজস্থান এবং সানরাইজার্স। তার ফলে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দল নিয়ে লড়াই চলবে। লিগ টেবিলের মগডালে থাকবে কেকেআর।
তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে KKR
কেকেআর যে এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলবে, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ আগেই প্রথম দুইয়ে থাকার ‘কনফার্ম’ টিকিট পেয়ে গিয়েছে কেকেআর। সার্বিকভাবে এই নিয়ে তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে নাইট ব্রিগেড। আগের দু'বার কেকেআর যখন আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলেছে, তখনই জিতেছে।
১) ২০১২ সালের প্রথম কোয়ালিফায়ার: দিল্লির বিরুদ্ধে ১৮ রানে জিতেছিল কেকেআর। ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
২) ২০১৪ সালের প্রথম কোয়ালিফায়ার: পঞ্জাবের বিরুদ্ধে ২৮ রানে জিতেছিল কেকেআর। ফাইনালে পঞ্জাবকে হারিয়ে আইপিএল জিতেছিল।
৩) ২০২৪ সালের প্রথম কোয়ালিফায়ার: আগামী ২১ মে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কেকেআর। কোন দলের বিরুদ্ধে খেলবে, তা এখনও নিশ্চিত হয়নি।