দীনেশ কার্তিকের নেতৃত্বে চলতি লেজেন্ডস লিগের প্রথম ২টি ম্যাচে জয় তুলে নেয় সাদার্ন সুপারস্টার্স। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামেননি কার্তিক। পরিবর্তে সুপারস্টার্সকে নেতৃত্ব দেন বাংলার উইকেটকিপার-ব্যাটার শ্রীবৎস গোস্বামী। নেতৃত্বের দায়ভার হাতে নিয়েই দলকে দাপুটে জয় এনে দেন তিনি।
বৃহস্পতিবার যোধপুরে লেজেন্ডস লিগের ষষ্ঠ ম্যাচে সম্মুখসমরে নামে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন গুজরাট গ্রেটস ও শ্রীবৎস গোস্বামীর সাদার্ন সুপারস্টার্স। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গুজরাট। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে।
ওপেন করতে নেমে ক্যাপ্টেন শিখর ধাওয়ান রান পান বটে, তবে পরিচিত দাপট দেখাতে পারেননি মোটেও। বরং টেস্টসুলভ ইনিংস খেলেন গব্বর। তিনি ৪৩ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৫টি চার। ধীর ইনিংস খেলেন মহম্মদ কাইফও। তিনি ১০ রান করতে খরচ করেন ১৫টি বল। মারেন ১টি চার।
এছাড়া ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৮ রান করেন আসগর আফগান। মর্নি ভ্যান উইক ৯, লেন্ডল সিমন্স ৮, যশপাল সিং ৫, কামাউ লেভেরক ৫, মনন শর্মা ৭ ও প্রসন্ন ৪ রানের যোগদান রাখেন। সুপারস্টার্সের হয়ে ৩ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন সুবোথ ভাটি। ১টি করে উইকেট দখল করেন হামিদ, রাজ্জাক, পবন নেগি ও জেসল কারিয়া। উইকেট পাননি চতুরঙ্গ ডি'সিলভা।
পালটা ব্যাট করতে নেমে সাদার্ন সুপারস্টার্স অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ১৪.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে সাদার্ন।
শ্রীবৎস গোস্বামী নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন। তিনি ৩৮ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৬টি চার। ২৭ বলে ৪১ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৮ বলে ১৪ রান করে আউট হন মার্টিন গাপ্তিল। তিনি ৩টি চার মারেন। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন পবন নেগি। তিনি ২টি ছক্কা হাঁকান।
গুজরাটের হয়ে ১টি করে উইকেট নেন মনন শর্মা ও সমর কাদ্রি। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হ্যামিল্টন মাসাকাদজা।