ভারতীয় ক্রিকেট দলের অন্দরে টালমাটাল অবস্থা চলছেই। সিডনি টেস্টে ভারতীয় দলের ব্যাটন কার হাতে থাকবে, কে করবেন অধিনায়কত্ব? সেই নিয়েই জল্পনা তৈরি হয়ে গেছে। রোহিত শর্মা কি সিডনি টেস্টে খেলবেন, এই প্রশ্নেরও কোনও সঠিক উত্তর নেই। এমন কি দলের কোচ গৌতম গম্ভীরও সাংবাদিক সম্মেলনে এসে বলতে পারেনি যে রোহিত খেলবেন কিনা।
আরও পড়ুন-ক্ষমতার অপব্যবহার! গম্ভীরের সহকারীর ওপর বিরক্ত BCCI! রাখা হচ্ছে নজর, পড়বে কোপ?
রোহিত শর্মা চলতি বর্ডার গাভাসকর সিরিজে ফুল ফ্লপ। বিরাটও রয়েছেন ফ্লপের তালিকায়, কিন্তু তিনি একটা শতরান করে দেওয়ায় তাঁর দিকে এতটাও প্রশ্ন আসছে না। আর বিরাট আউট হচ্ছেন একই ধরণের বলে। কিন্তু রোহিত শর্মা আউট হচ্ছেন সব ধরণের বলেই। অর্থাৎ স্রেফ ফুটওয়ার্কসে যে সমস্যা একটা তৈরি হয়েছে তা বোঝাই যাচ্ছে। বিরাটের সমস্যা যেমন ফুটওয়ার্কসের থেকেও বেশি মানসিক।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
ম্যাচের আগের দিন শুভমন গিলদের ভারতীয় দলের অনুশীলনে যা ছবি দেখা গেল, তাতে মনে হতেই পারে গিল দলে ফিরছেন আর রোহিত শর্মা দল থেকে বাদ পড়ছেন। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাহ দলের অধিনায়কত্ব করবেন। এতদিন দলের অন্য ক্রিকেটার বা রোহিত শর্মা আসতেন সাংবাদিক সম্মেলনে, কিন্তু গৌতম গম্ভীরের সাংবাদিক সম্মেলন হঠাৎ আসাই প্রশ্ন তুলে দিল, রোহিতকে কি তাহলে একটু আড়ালেই রাখা হল।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
এসব দেখেই বিরাট কোহলির প্রাক্তন সতীর্থ বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী বলছেন, ‘যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা দেখে মনে হচ্ছে শুভমন গিল ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সিডনি টেস্টে? তার মানে কি ভারতীয় দল ইতিমধ্যেই আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের দিকে নজর দেওয়া শুরু করে দিয়েছে। বিষয়টা দেখার মতোই বিষয় ’।
শুভমন গিলকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল, কয়েকটা ম্যাচের পরই। রোহিত শর্মা দলে আসায় গিলকে বাদ যেতে হয়নি। কিন্তু সুন্দরকে খেলাতে গিয়ে সেই গিলই বাদ পড়েন দল থেকে। এবার তাঁকে দেখেই নাকি শ্রীবৎসের মনে হল, ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হতে পারেন শুভমন।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
শেষ ১৫ ইনিংসে রোহিত শর্মা করেছেন মাত্র ১৬৪ রান, ব্যাটিং গড় ১০.৯৩। ইংল্যান্ড সিরিজটা গত বছর ভালো না গেলে এতদিনে হয়ত রোহিতের টাটা বাই বাই হয়ে যেত। কিন্তু অস্ট্রেলিয়ায় খারাপ পারফরমেন্সের পর হিটম্যান আদৌ সাদা জার্সিতে আর শেষ টেস্ট খেলে অবসর নেওয়ার সুযোগ পাবেন কিনা সেই নিয়েও জোরালো প্রশ্নই তৈরি হয়ে গেল। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র ৩১ রান।