সলমন খানের ‘বিগ বস’ অনুষ্ঠানে পঞ্জাব কিংসের নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হল। প্রত্যাশিতভাবেই ক্যাপ্টেনের নামটা শ্রেয়স আইয়ার থাকল। কিন্তু যেভাবে অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হল, সেটা বেশিরভাগ নেটিজেনের কাছেই প্রত্যাশিত ছিল না। অনেকেই পঞ্জাবের সেই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করেছেন। ছুড়ে দিয়েছেন কটাক্ষ। তাঁদের বক্তব্য, এরকমভাবে অধিনায়কের নাম ঘোষণা করতে পারে একমাত্র পঞ্জাবই। যে কায়দায় পঞ্জাব নিজেদের নয়া অধিনায়কের নাম ঘোষণা করেছে, তা মোটেও মনঃপুত হয়নি নেটিজেনদের একাংশের।
‘সিরিয়াসলি? এভাবে ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হচ্ছে’
তেমনই এক নেটিজেন বলেন, 'বিগ বসে অধিনায়কের নাম ঘোষণা করা হল? মানে সিরিয়াসলি?' একজন আবার বলেন, 'সবথেকে বেকার ফ্র্যাঞ্চাইজি।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘সকলেই জানতেন যে শ্রেয়স আইয়ার অধিনায়ক হবেন। তারপর বিগ বসে নিয়ে এসে নাম ঘোষণা করার মানে কী? বেকার ম্যানেজমেন্ট।’
আরও পড়ুন: IPL-র থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভুত কারণ দেখালেন পারভেজ রসুল! শুনে হাসি পাবে
'পঞ্জাব কিংস দলটাও বিগ বসের মতোই'
অপর এক নেটিজেন বলেন, ‘সিরিয়াসলি? একটা রিয়েলিটি শোয়ে আইপিএলের ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হচ্ছে? ক্রিকেটীয় বিচার-বুদ্ধি থেকে নেওয়া সিদ্ধান্ত নয় এটা। পুরোটাই গিমিক। এটা থেকেই বোঝা যাচ্ছে যে পঞ্জাব কিংসের কাছে কোন বিষয়টা অগ্রাধিকার পায়।’ এক নেটিজেন আবার বলেন, 'ঐতিহাসিকভাবে পঞ্জাব কিংস দলটাও বিগ বসের মতোই।' আবার এক নেটিজেন বলেন, 'ক্যাপ্টেনের নাম ঘোষণা করার জন্য দারুণ অনুষ্ঠান।
একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'আরে ভাই, এই পঞ্জাব কিংস কী বেকার দল! মার্কেটিংয়ের নামে এই দলটা গোল্লা পুরো। বিগ বসে এসে অধিনায়কের নাম ঘোষণা করতে হচ্ছে।' একজন আবার বলেন, '(শ্রেয়স আইয়ারের নাম) যে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে, সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু এভাবে ক্যাপ্টেনের নাম ঘোষণার বিষয়টা বেকার পুরো।'
আরও পড়ুন: IPL-এ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন অ্যান্ডি ফ্লাওয়ার! বললেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি’
‘প্রীতি জিন্টার পাওয়ার’, মুগ্ধ হলেন অনেকে
কেউ-কেউ আবার পঞ্জাব ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তেমনই একজন বলেন, ‘বিগ বস আর আইপিএলের মেলবন্ধন। দুর্দান্ত ব্যাপার।’ অপর এক নেটিজেন বলেন, ‘ডবল ধামাকা হল।’ একজন আবার বলেন, ‘এটাই প্রীতি জিন্টার (পঞ্জাব কিংসের সহ-মালিক) পাওয়ার।’
ভালো-মন্দ যাই হোক, সেই কৌশল নিয়ে পঞ্জাব যে কিছুটা উত্তেজনা তৈরি করতে পেরেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। যে কাজটা এবারের আইপিএলে মাঠেও করতে চাইবে পঞ্জাব। কারণ দীর্ঘদিন প্লে-অফে পৌঁছায়নি। একবারও জেতেনি আইপিএল। গতবারের আইপিএলজয়ী অধিনায়কের হাত ধরে এবার ঘুরে দাঁড়াতে চাইছে পঞ্জাব।