দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারত ডি দলের হয়ে প্রতিনিধিত্ব করা শ্রেয়স প্রথম ম্যাচে ২ ইনিংসে যথাক্রমে ৯ এবং ৫৪ করেছিলেন। সেই ম্যাচে পরাজিত হয় ভারত ডি, জয়লাভ করে ভারত সি। দ্বিতীয় ম্যাচে ভারত এ দলের মুখোমুখি হয়েছেন শ্রেয়সরা। প্রথমে ব্যাট করে ২৯০ রানে অলআউট হয়ে যায় ভারত এ। ভারত ডি দলের হয়ে চার উইকেট নেন হর্ষিত রানা।
চার রানে প্রথম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তখন লক্ষ্য করা যায় একটি মজাদার বিষয়। চোখে সানগ্লাস পরে ব্যাট হাতে ক্রিজে এসেছেন শ্রেয়স। তবে খুব বেশিক্ষণ তিনি দাঁড়াতে পারেননি, সাত বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় শ্রেয়সের সানগ্লাস চোখে ব্যাট করার ছবি।
বিদ্রুপ শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘নিজেকে ক্রিস গেইল মনে করে নাকি?’ এমনিতেে ভারতের টেস্ট সিরিজ দলেও জায়গা পাননি শ্রেয়স। উল্লেখ্য, তাঁর নেতৃত্বে আইপিএল ২০২৪ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে ৩৫১ রান করেছিলেন কেকেআর-এর জার্সি গায়ে, তার মধ্যে ২টি অর্ধশতরানও ছিল।
সামনে ভারতের দীর্ঘ সূচি রয়েছে। প্রথমে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। এরপর নভেম্বর মাসে উড়ে যাবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তার আগে নির্বাচকরা দল নির্বাচনের জন্য ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবছর অনুষ্ঠিত দলীপ ট্রফিতে অংশ নিতে দেখা গিয়েছে প্রচুর তারকা ক্রিকেটারদের। অনেক নতুন নতুন তরুণ ক্রিকেটাররাও নজর কেড়েছেন দলীপের প্রথম ম্যাচে। এখন দেখার দ্বিতীয় ম্যাচে আরও কোন ক্রিকেটার নিজের সেরাটা দিয়ে নজর কাড়েন। ভারত এ বনাম ভারত ডি-এর পাশাপাশি ভারত বি বনাম ভারত সি দলের খেলাও চলছে। যেখানে প্রথম ইনিংসে ভারত সি ৮ উইকেট হারিয়ে ৫০১ রান করেছে। শতরান করেছেন ইশান কিষান।