ভারতীয় দলের জার্সিতে ফের একবার মাঠে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার। তার আগে তাঁর কাছে সফলতার অর্থ কী তা ব্যাখ্যা করলেন এই মুম্বইকার। বৃহস্পতিবার নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নেমেছে ভারত। তার আগে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। যেখানে শ্রেয়সকে সফলতার আসল মানে কী তা বোঝাতে দেখা যাচ্ছে।
শুরুতে শ্রেয়স বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকাটা আমায় অনেক কিছু শিখিয়েছে। সত্যি বলতে আমি সাফল্যের পিছনে দৌড়াই না। আমি একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করি, যা আমাকে সাফল্যের কাছে নিয়ে যায়। আমার কাছে চ্যাম্পিয়ন… আমি। অসফলতার জন্য দুঃখ করে লাভ নেই। আমি সব সময় মনে করি নিজেকে নিজেই সাহায্য করতে হবে, অন্য কেউ করবে না। নিজেকে পর্যালোচনা করতে হবে। এক স্তর থেকে অপর স্তরে তুলে আনতে হবে।’
জাতীয় দল থেকে ব্রাত্য থাকলেও ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেন গত বছর শ্রেয়স আইয়ার। ২০২৪-এ ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে রান পেয়েছিলেন আইয়ার, ৪টি ট্রফি জিতেছিলেন। যার মধ্যে অধিনায়ক হিসাবে IPL এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিলেন। যেই কারণে ফের একবার ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন।
আইয়ার আরও বলেন, ‘আমি সব সময় বর্তমানে থাকতে ভালোবাসি। আমি ২০২৪-এ একাধিক ট্রফি জিততে পারার জন্য কৃতজ্ঞ। এই পুরো চলার পথটা অনেক কিছু শিখিয়েছে। কখনও পরাজিত হয়েছি, কখনও জয় পেয়েছি। তবে সবচেয়ে বড় বিষয় হল মাটিতে পা থাকাটা। একই সঙ্গে সকলের প্রতি নম্র থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি কখনও আমার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করি না। আমি বাস্তববাদী চিন্তা ভাবনা করি না খুব বেশি। কারণ যখনই বাস্তববাদী হয়ে কিছু ভাবি, আমার মনে হয় আমি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি। আমি দেখেছি অনেক ব্যর্থ মানুষ স্কিল, টেকনিক নিয়ে প্রশ্ন তোলে। তাই আমার মনে হয় কান বন্ধ করে নিজের কাজ করে যাওয়া উচিত। দিনের শেষে আত্মবিশ্বাসটা কাজে লাগে।’
আইয়ার বলেন, ‘আমি বর্তমানে থাকতে ভালোবাসি। কারণ এখন কী করছো সেটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমি ওডিআই সিরিজের প্রত্যেক ম্যাচ ধরে এগোতে চাইছি। এই ম্যাচগুলি থেকে যেই অভিজ্ঞতা সঞ্চয় করব তা আমার অনেক কাজে লাগবে। ভারতের জার্সি গায়ে চাপানোটা সব সময় একটা শান্তি দেয়। ভারতের হয়ে খেলাটা গর্বের। আমি সব সময় দেশের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’