বাংলা নিউজ > ক্রিকেট > Duleep Trophy 2024: শ্রেয়স-পাডিক্কালের জোরালো প্রতিরোধ, দলীপ ট্রফিতে কড়া চ্যালেঞ্জের মুখে রুতুরাজরা

Duleep Trophy 2024: শ্রেয়স-পাডিক্কালের জোরালো প্রতিরোধ, দলীপ ট্রফিতে কড়া চ্যালেঞ্জের মুখে রুতুরাজরা

দলীপে শ্রেয়স-পাডিক্কালের জোড়া হাফ-সেঞ্চুরি। ছবি- বিসিসিআই।

Duleep Trophy 2024: অনন্তপুরের বাইশগজে রান তোলা খুব সহজ নয়, বোঝা যায় ম্যাচের প্রথম ২ দিনেই।

চিন্নাস্বামীতে শুভমন গিলের ইন্ডিয়া-এ বনাম অভিমন্যু ঈশ্বরনের ইন্ডিয়া-বি দলের দলীপ ম্যাচ এখনও রোমাঞ্চকর মোড় নেয়নি। তবে অনন্তপুরে রুতুরাজ গায়কোয়াড়ার ইন্ডিয়া-সি বনাম শ্রেয়স আইয়ারের ইন্ডিয়া-ডি দলের লড়াই জমে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে ম্যাচের ভাগ্য যে কোনও এক পক্ষের দিকে ঝুঁকে পড়তে পারে। সম্ভবত তৃতীয় দিনেই ম্যাচের ফলাফল নির্ধারিত হতে পারে। তবে আর যাই হোক, শ্রেয়সদের দলীপ ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলা চলে।

শুরুতে ব্যাট করতে নামা ইন্ডিয়া-ডি দলের প্রথম ইনিংস মাত্র ১৬৪ রানে গুটিয়ে দিয়ে রুতুরাজরা ভেবেছিলেন ম্য়াচের রাশ নিজেদের হাতে নেবেন। তবে তাঁদের সেই আশায় জল ঢালেন হর্ষিত রানা-অক্ষর প্যাটেলরা। কেননা পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-সি দল তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৬৮ রানে। অর্থাৎ, মোটে ৪ রানের নিতান্ত ছোটখাটো লিড নিতে সক্ষম হন রুতুরাজরা।

ইন্ডিয়া-সি দলের হয়ে প্রথম ইনিংসে সব থেকে বেশি ৭২ রান করেন বাবা ইন্দ্রজিৎ। এছাড়া অভিষেক পোড়েল করেন ৩৪ রান। হর্ষিত রানা ৪টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও সরাংশ জৈন। ১টি উইকেট নেন আর্শদীপ সিং।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: বোকার মতো বল ছেড়ে বোল্ড হলেন গিল, শূন্যে উড়ে মায়াঙ্কের দুরন্ত ক্যাচ ধরলেন পন্ত- ভিডিয়ো

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়া-ডি দল দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ২০৬ রান তুলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তিনি ৪৪ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৯টি চার ও ১টি ছক্কা। এছাড়া অর্ধশতরান করেন দেবদূত পাডিক্কাল। তিনি ৭০ বলে ৫৬ রান করে ক্রিজ ছাড়েন। মারেন ৮টি চার।

আরও পড়ুন:- Praveen Kumar Wins Gold Medal: টোকিওর রুপো প্যারিসে সোনায় বদলে নিলেন প্রবীণ, ভারত জিতল ২৬ নম্বর মেডেল

এছাড়া ৯১ বলে ৪৪ রান করেন রিকি ভুই। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। কেএস ভরত ৩টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৩৭ বলে ১১ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার মারেন। খাতা খুলতে পারেননি সরাংশ জৈন ও আর্শদীপ সিং। অক্ষরের সঙ্গে দিনের শেষে অপরাজিত থাকেন হর্ষিত রানা। তিনিও এখনও খাতা খোলেননি।

আরও পড়ুন:- দলীপে মাত্র ৩৯ বলে মারকাটারি হাফ-সেঞ্চুরি শ্রেয়সের, টেস্টের প্রস্তুতি নাকি IPL-এর মহড়া সারছেন KKR তারকা?

অর্থাৎ, ইন্ডিয়া-ডি দলের হাতে লিড রয়েছে ২০২ রানের। বাকি রয়েছে ২টি উইকেট। ইন্ডিয়া-সি দলের হয়ে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৫টি উইকেট নিয়েছেন মানব সুতার। ২টি উইকেট নিয়েছেন বিজয়কুমার বৈশাক। ১টি উইকেট নিয়েছেন অংশুল কাম্বোজ।

ক্রিকেট খবর

Latest News

'সব বাংলাদেশিরই ভারতের সাথে সম্পর্ক রাখা উচিত', বয়কট ট্রেন্ডের মাঝে বার্তা BNP-র 'প্রমাণ লোপাটে পুলিশের ভূমিকায় নজর...', আরজি কর কাণ্ডে আদালতে বিস্ফোরক CBI ডিসেম্বর পর্যন্ত সুবর্ণ সময় ৩ রাশির, দাম্পত্য সমস্যা মিটবে, ব্যবসায় হবে লাভ ধর থেকে মাথা আলাদা, ‘মুসলিম’রা বাংলাদেশে ভাঙছে দুর্গা মূর্তি, ছবি দিলেন তসলিমা ‘এ কেমন নিয়ম’! RTM নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে চিঠি!সরাসরি ৬ রিটেনের পথে হাঁটবে দল? শারদীয়া উপলক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থাকছে বড় চমক কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক… মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.