অবশেষে নিজের শর্ট পিচ বলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার। সমালোচকদের একহাত নিলেন তিনি। বারবার শর্ট পিচ বলের ক্ষেত্রে তাঁর দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই কারণে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। তারপরেও জাতীয় দলের নির্বাচকরা তাঁর উপর ভরসা রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে নাম রয়েছে শ্রেয়সের। এই ৩০ বছর বয়সী ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে গত বছর অসাধারণ ফর্মে ছিলেন। ২০২৪-এ ঘরোয়া ক্রিকেটের সব ফরম্যাটে রান পেয়েছিলেন আইয়ার, ৪টি ট্রফি জিতেছিলেন। যার মধ্যে অধিনায়ক হিসাবে IPL এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিলেন। যেই কারণে ফের একবার ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন আইয়ার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়স আইয়ার শর্ট বলের দুর্বলতা নিয়ে তাঁকে যেই সমালোচনা শুনতে হয় তা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘এটা খুবই বিরক্তিকর। যারা ১৫০ কিমি বেগের বল জীবনে খেলেনি তারা আপনাকে পরামর্শ দিচ্ছে কিভাবে খেলতে হবে! সেটা অবশ্য তাদের মতামত। তাদের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ওরা এই সব আলোচনা নিজেদের মধ্যে করতে পারে, খেলোয়াড়কে সরাসরি বলার অধিকার তাদের নেই।’ ভারতীয় শিবির আশা করছে ২০২৩ ওডিআই বিশ্বকাপে শ্রেয়স যেই পারফরম্যান্সটা করে দেখিয়েছিলেন সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে করে দেখাবেন। তিনি প্রতিযোগিতায় ১১ ম্যাচে ৬৬.২৫ গড়ে এবং ১১৩.২৪ স্ট্রাইক রেট সহকারে ৫৩০ রান করেছিলেন। টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইয়ার। টুর্নামেন্টে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি করেন তিনি। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১২৮ রান।
বিশ্বকাপের নিজের স্মরণীয় ইনিংসের কথা বলতে গিয়ে আইয়ার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের ইনিংসকে এগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮২ রানের ইনিংসটি বেশি স্মরণীয়। কারণ সেই সময় আমায় দল থেকে ড্রপ করা নিয়ে প্রচুর কথা চলছিল। আর ঠিক তখনই আমি তাদেরকে জবাব দিই। এমনকী আমি পাকিস্তানের বিরুদ্ধেও ৫০ করেছিলাম। আমায় নিয়ে সেই সময়ও সমালোচনা হয়েছিল, এই ধরণের কথা আমায় আরও ভালো খেলার জন্য উৎসাহিত করে।’ নিজের গুরুত্বপূর্ণ ইনিংসের কথা স্মরণ করতে গিয়ে আইয়ার শেষে বলেছিলেন যে এর পরে তিনি যেভাবে ব্যাটিং করেছিলেন, তাতে নিজেকে বাহবা দিতেও তিনি পিছপা হবেন না।