রবিবার আইপিএলের ফাইনাল। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে এখনও পর্যন্ত প্রথম দুই সাক্ষাৎ-এই জিতেছে নাইট রাইডার্স। ফাইনালের আগে পারফরমেন্সের নিরিখে তাঁরাই ফেভারিট, কারণ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার পর কোয়ালিফায়ার ওয়ানেও এই সানরাইজার্সকেই হেলায় উড়িয়ে ফাইনালে এসেছে নাইট রাইডার্স। যদিও এই ম্যাচের আগে কোনও পরিসংখ্যান কাজে আসে না। কারণ দুই দলের ট্রফি ক্যাবিনেটে যেমন আইপিএল রয়েছে, তেমনই তারপর ফাইনালে এসেও হারতে হয়েছে তাঁদের। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করেছিল সানরাইজার্স হায়দরাবাদ, ২০২১ সালে সেই চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই ট্রফি হাতছাড়া করে কলকাতা নাইট রাইডার্স, ফলে দুই দলের কাছেই ফাইনালের ট্রফির খরা কাটানোর সুযোগ, তার আগেই অবশ্য দুই অধিনায়ক ধরা দিলেন ভিন্ন মেজাজে।
আইপিএলের আয়োজকদের তরফে সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অটো চালকের ভূমিকায় কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। ভিডিয়োতে রয়েছেন সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্সও, সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এই ম্যাচে নজর থাকবে কামিন্সের দিকে। কারণ বর্তমান ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লাকে তাঁর আশে পাশে তেমন কেউ নেই। শেষ একবছরে সবই জিতে ফেলেছেন। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছেন, অ্যাশেজ ধরে রেখেছেন এরপর ভারতের মাটিতে এসে ওডিআই বিশ্বকাপও জিতেছেন। গৌতম গম্ভীরও ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ জয়ের মালিক, পাশাপাশি লাক ফ্যাক্টরে তিনিও খুব পিছিয়ে নয়। কারণ পরিসংখ্যান বলছে টি২০ বিশ্বকাপ ফাইনাল, ওডিআই বিশ্বকাপ ফাইনাল, দুবার আইপিএল ফাইনালে কেকেআরের হয়ে উঠে কোনওবারই তিনি খালি হাতে ফেরেননি।
আরও পড়ুন-‘একটা কথাও বলবে না’, বন্ধুকে নিয়ে লাগাতার অপমানের পাল্টা গাভাসকরকে তেড়ে উত্তর এবির
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে নিজেদের জার্সি পড়েই মিটার ডাউন করে দিলেন অটোচালকের ভূমিকায় থাকা শ্রেয়স আইয়ার। এরপর সানরাইজার্সের অধিনায়ক প্যাট কামিন্স সেই অটোতে উঠে পড়লেন। দুজনেই গিয়ে নামলেন মারিনা বিচে, সেখানেই ট্রফি নিয়ে ফটোশ্যুট সাড়লেন তাঁরা। প্রথম বিচে রাখা এক নৌকায় বসে ট্রফির সঙ্গে দুই অধিনায়ক পাশাপাশি পোজ দেন। এরপর এক এক করেও তাঁরা ছবি তোলেন ট্রফির সঙ্গে।
আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন-বেপরোয়া ক্রিকেট ম্যাক্সওয়েলের, RCB-র বিদায়ের পর দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন প্রাক্তনীদের
কলকাতা নাইট রাইডার্স যখন চ্যাম্পিয়ন হয়েছিল এর আগে তখন অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর, এবারে তিনি মেন্টরের ভূমিকায়। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও তাঁদের অধিনায়ক ছিল একজন অজি, এবারও তাই। ফলে বিভিন্নি মিথই জুড়ে রয়েছে দুই দলের সঙ্গে, তবে শেষ হাসি কে হাসবে, সেটাই এখন দেখার।