চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ারের অসাধারণ পারফরম্যান্সের পরে সকলেই যখন তাঁর প্রশংসা করছেন, তখন দিলীপ বেঙ্গসরকারের গলায় একেবারে অন্য সুর। প্রাক্তন বিসিসিআই প্রধান নির্বাচক শ্রেয়সের প্রশংসা করলেও তাঁর সমালোচনা করতে ছাড়লেন না। আসলে ফাইনালে শ্রেয়স আইয়ার যেভাবে আউট হয়েছেন তা নিয়েই হতাশা প্রকাশ করেছেন দিলীপ বেঙ্গসরকার। তিনি মনে করেন, আইয়ারের শেষ পর্যন্ত ব্যাটিং করা উচিত ছিল।
শ্রেয়স আইয়ার ভারতের দুর্দান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ অভিযানের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন। কারণ তিনি ৫ ম্যাচে ৪৮.৬০ গড়ে ২৪৩ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যান নিজের সংযমী ব্যাটিং দিয়ে ভারতের মিডল-অর্ডারের ভরসা হয়ে ওঠেন এবং বহুবার বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন।
আরও পড়ুন … কেন বেঙ্কটেশ আইয়ারের বদলে KKR-এর ক্যাপ্টেন হলেন অজিঙ্কা রাহানে? রহস্য থেকে পর্দা তুললেন দলের CEO
ফাইনালে তিনি ৪৮ রান করেন এবং শুভমন গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্রুত বিদায়ের পর ভারতের ইনিংসকে স্থিতিশীল করেন। তবে তিনি অর্ধশতক পূর্ণ করতে ব্যর্থ হন। যেই সময়ে ভারতের জয়ের জন্য আরও ৬৯ রান দরকার ছিল, ঠিক তখনই মিচেল স্যান্টনারের বলে আউট হন শ্রেয়স আইয়ার। বেঙ্গসরকার মনে করেন, আইয়ারের শেষ পর্যন্ত টিকে থাকা উচিত ছিল।
দিলীপ বেঙ্গসরকার পিটিআই-কে বলেন, ‘আইয়ার খুব ভালো খেলেছে, কিন্তু ফাইনালে যেভাবে আউট হয়েছে, সেটা আমাকে খুশি করেনি। তাঁর শেষ পর্যন্ত খেলা উচিত ছিল ও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। তবে এটা দেখে ভালো লাগছে যে সে নিজের সামর্থ্য উপলব্ধি করতে পেরেছে।’
আরও পড়ুন … আমার কেরিয়ার শেষ হয়ে গেছে… পাকিস্তানে হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরলেন দানিশ কানেরিয়া
এই অভিজ্ঞ ক্রিকেটার কেএল রাহুলের পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছেন। রাহুলকে ছয় নম্বরে ঋষভ পন্তের বদলে খেলানো হয়েছিল এবং ৩২ বছর বয়সি এই ব্যাটসম্যান কোচ ও অধিনায়কের প্রত্যাশা পূরণ করেন। তিনি সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের নীচে ছয় নম্বরে নেমেও তার আত্মবিশ্বাস টলে যায়নি, বরং তিনি আবারও নিজেকে দলের জন্য নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়েছেন।
আরও পড়ুন … অবসর ভেঙে খেলায় ফিরছিলেন পাকিস্তান দলের প্রাক্তন প্রধান নির্বাচক! কী হল তারপর? ১ ঘণ্টায় বদলে গেল ছবি
ফাইনালে তিনি ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন, এবং তার উপস্থিতি অন্য ব্যাটসম্যানদের খোলাখুলিভাবে শট খেলার স্বাধীনতা দিয়েছিল। দিলীপ বেঙ্গসরকার বলেন, ‘কেএল রাহুলের আগে অক্ষর প্যাটেল ব্যাটিং করায় সন্তুষ্ট নই।’ বেঙ্গসরকার মনে করেন, রাহুলের পাঁচ নম্বরে ব্যাট করা উচিত ছিল, কিন্তু দল হয়তো বাঁহাতি ও ডানহাতি ব্যাটসম্যানের ভারসাম্য বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘কেএল রাহুল ছয় নম্বরে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে, তবে আমি এখনও সন্তুষ্ট নই যে অক্ষর প্যাটেলকে পাঁচ নম্বরে তার আগে পাঠানো হয়েছে। বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনই একমাত্র কারণ হতে পারে।’