ডিপ মিড-উইকেট থেকে সরাসরি থ্রোয়ে রান-আউট, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত ফিন্ডিংয়ের নমুনা পেশ করলেন শ্রেয়স আইয়ার। মহেন্দ্র সিং ধোনির থেকে শিক্ষা নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিলেন বিরাট কোহলিও। অলিম্পিক্সের আবহে স্প্রিন্টারদের মতোই দৌড়ে গিয়ে রান-আউট করলেন তিনি। বল ছোঁড়ার ঝুঁকি নেননি কোহলি।
কলম্বোয় ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের বিরুদ্ধে হাত খোলার তেমন একটা সুযোগ না পেলেও লড়াই করার রসদ জোগাড় করে নেয় তারা। তবে বোলারদের পাশাপাশি এদিন নজর কাড়েন ভারতের ফিল্ডাররাও।
বিশেষ করে প্রথম ইনিংসের শেষ ওভারে শ্রীলঙ্কার দুই ব্যাটারকে রান-আউট করার ক্ষেত্রে ফিল্ডিং নৈপুন্যের উদাহরণ পেশ করেন শ্রেয়স-কোহলি। ৪৯.৫ ওভারে আর্শদীপ সিংয়ের লাফিয়ে ওঠা বলে পুল শট খেলার চেষ্টা করেন কামিন্দু মেন্ডিস। বল ঠিক মতো ব্যাটে কানেক্ট হয়নি। বল হাওয়ায় ভেসে যায়।
বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরার চেষ্টা করেন শ্রেয়স আইয়ার। তবে বল তাঁর নাগালে ছিল না। বল মাঠে ড্রপ করার পরে শ্রেয়সের হাতে পৌঁছয়। শ্রেয়স ডিপ মিড-উইকেট থেকে বল ধরেই স্টাম্পে ছুঁড়ে মারেন। ব্যাটাররা সেই বলে দুই রান নেওয়ার চেষ্টা করেন। তবে কামিন্দু ক্রিজে ফেরার আগেই সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন শ্রেয়স। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় কামিন্দুকে।
ঠিক পরের বলেই অর্থাৎ, ৪৯.৬ ওভারে বিরাট কোহলি রান-আউট করেন আকিলা ধনঞ্জয়াকে। আর্শদীপের বলে শট খেলেই রান নিতে দৌড়ন আকিলা। মিড-অফে ফিল্ডিং করা রোহিত শর্মা নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে বল ছুঁড়ে দেন। তবে বল স্টাম্পে লাগেনি।
আরও পড়ুন:- Paris Olympics Boxing: পদক হাতছাড়া নিশান্ত-লভলিনার, বক্সিংয়ে কেমন লড়ল ভারত?
ব্যাটাররা এক্ষেত্রেও দুই রান নেওয়ার চেষ্টা করেন। রোহিতের ছোঁড়া বল গিয়ে পৌঁছয় বিরাট কোহলির হাতে। তিনি আর বল ছোঁড়ার রাস্তায় হাঁটেননি। বরং নিজেই দৌড়ে গিয়ে স্টাম্প থেকে বেল ফেলে দেন। ফলে রান-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ধনঞ্জয়াকে।
শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪০ রান সংগ্রহ করে। আবিষ্কা ফার্নান্ডো ৪০, কুশল মেন্ডিস ৩০, সাদিরা সমরাবিক্রমে ১৪, চরিথ আসালঙ্কা ২৫, জনিথ লিয়ানাগে ১২, দুনিথ ওয়েলালাগে ৩৯, কামিন্দু মেন্ডিস ৪০ ও আকিলা ধনঞ্জয়া ১৫ রান করেন।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট নেন কুলদীপ যাদব। ১টি করে উইকেট সংগ্রহ করেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।