দলীপ ট্রফিতে মাঠে নামার আগে বুচি বাবুর প্রস্তুিত মঞ্চে শুরুটা ভালো হল না শ্রেয়স আইয়ারের। অন্যদিকে সূর্যকুমার যাদব ব্যাট হাতে অত্যন্ত ইতিবাচক শুরু করেন। তবে সেট হয়েও নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন তিনি। বড় রানের মুখ দেখেননি মুশির খান। সব মিলিয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে দ্বিতীয় দিনে রীতিমতো চাপে দেখাচ্ছে মুম্বইকে।
রামকৃষ্ণ কলেজ গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টিএনসিএ একাদশ। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ২৯৪ রান তুলে। যদিও দ্বিতীয় দিনে ব্যাট হাতে তেমন একটা দাপট দেখাতে পারেননি টিএনসিএ একাদশের ক্রিকেটাররা। তামিলনাড়ু তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৭৯ রানে। তারা সাকুল্যে ১১৭.৩ ওভার ব্যাট করে।
তামিলনাড়ুর হয়ে প্রথম ইনিংসে ৮৭ বলে ৬৫ রান করেন প্রদোষ রঞ্জন পাল। ১১৫ বলে ৬১ রান করেন বাবা ইন্দ্রজিৎ। ১৪৬ বলে ৮২ রান করেন ভূপতি কুমার। ৪৯ বলে ৩২ রান করেন হরিহরণ। ৭৬ বলে ৩৯ রান করেন সনু যাদব। ১০ নম্বরে ব্যাট করতে নেমে অজিত রাম ৬৯ বলে ৫৩ রান করেন। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন সাই কিশোর।
মুম্বইের হয়ে প্রথম ইনিংসে ৮১ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন হিমাংশু সিং। ৮৩ রানে ৩টি উইকেট নেন শামস মুলানি। ৮২ রানে ২টি উইকেট নেন তনুষ কোটিয়ান। উইকেট পাননি মোহিত আবস্তি, রয়স্টোন ডায়াস, মুশির খান ও শ্রেয়স আইয়ার। শ্রেয়স যদিও মোটে ১ ওভার বল করেন।
পালটা ব্যাট করতে নেমে মুম্বই শুরু থেকেই নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে। তারা ১২৮ রানে ৭টি উইকেট হারিয়ে বসে। মুশির খান ৩১ বলে ১৬ রান করেন। তিনি ১টি চার মারেন। ৩ বলে ২ রান করে আউট হন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব ৩৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
খাতা খুলতে পারেননি শামস মুলানি ও হিমাংশু সিং। ৪ রান করে আউট হন তনুষ কোটিয়ান। ১৯ রান করেন উইকেটকিপার সিদ্ধান্ত। ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন দিব্যাংশ সাক্সেনা। তিনি ১৮৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের শেষে মুম্বই তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে।
তামিলনাড়ুর হয়ে এখনও পর্যন্ত ২টি উইকেট দখল করেন অজিত রাম। ৩টি করে উইকেট নেন লক্ষয় জৈন ও সাই কিশোর। মুম্বই পিছিয়ে রয়েছে ২৩৮ রানে।