বাংলা নিউজ > ক্রিকেট > Shreyas Takes Mayank Agarwal's Wicket: এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো

Shreyas Takes Mayank Agarwal's Wicket: এলেন, দেখলেন, এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন, দলীপে বোলার শ্রেয়সের কামাল- ভিডিয়ো

এক বলেই মায়াঙ্কের উইকেট নিলেন শ্রেয়স। ছবি- বিসিসিআই।

Duleep Trophy 2024: দলীপ ট্রফির দ্বিতীয় ইনিংসে দুই ওপেনারের হাফ-সেঞ্চুরির সুবাদে ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে চালকের আসনে মায়াঙ্ক আগরওয়ালের ইন্ডিয়া-এ দল।

একে তো প্রথম ইনিংসের নিরিখে ইন্ডিয়া-এ দলের কাছে ১০৭ রানের বড় ব্যবধানে পিছিয়ে পড়তে হয়েছে। তার উপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়া-এ দলের দুই ওপেনার শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। প্রথম সিং ও মায়াঙ্ক আগরওয়াল উভয়েই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করায় ইন্ডিয়া-ডি দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের বুঝে নিতে অসুবিধা হয়নি যে, বিপদ ঘনিয়ে আসছে।

তাই উদ্ধারকর্তার ভূমিকায় নিজেই অবতীর্ণ হন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ডাহা ফেল শ্রেয়স। আউট হন শূন্য রানে। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে ইন্ডিয়া-এ দলের ওপেনিং জুটি ভেঙে শ্রেয়সই স্বস্তির হাওয়া বয়ে আনলেন ইন্ডিয়া-ডি শিবিরে।

হর্ষিত রানা, বিদ্বথ কাভেরাপ্পা, সৌরভ কুমার, আর্শদীপ সিং ও সরাংশ জৈন, ইন্ডিয়া-ডি দলের পাঁচ বিশেষজ্ঞ বোলারকেই সাবলীলভাবে সামলে রান তুলতে থাকেন মায়াঙ্ক আগরওয়াল ও প্রথম সিং। জুটি ভাঙার চেষ্টায় দ্বিতীয় দিনের একেবারে শেষ বেলায় পার্ট টাইমার হিসেবে বল করতে আসেন শ্রেয়স।

বল হাতে নিয়েই তিনি তুলে নেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট। শ্রেয়সের প্রথম বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইন্ডিয়া-এ দলের ক্যাপ্টেন মায়াঙ্ক। অর্থাৎ, ১টি বল করেই মূল্যবান একটি উইকেট পেয়ে যান ইন্ডিয়া-ডি দলের ক্যাপ্টেন শ্রেয়স।

আরও পড়ুন:- Duleep Trophy: দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরন-জগদীশানের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই

সাজঘরে ফেরার আগে মায়াঙ্ক দ্বিতীয় ইনিংসে ৮৭ বলে ৫৬ রান করেন। মারেন ৮টি চার। আগরওয়াল আউট হওয়া মাত্রই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। ইন্ডিয়া-এ টিম তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ১ উইকেটে ১১৫ রান। প্রথম সিং ৮২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার মেরেছেন। প্রথম ইনিংসের লিড মিলিয়ে ইন্ডিয়া-এ টিম এগিয়ে রয়েছে ২২২ রানে।

আরও পড়ুন:- IND vs PAK Live Streaming: হকির ময়দানে ভারত-পাকিস্তান লড়াই, কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ?

উল্লেখ্য, অনন্তপুরে ইন্ডিয়া-ডি দলের বিরুদ্ধে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইন্ডিয়া-এ দল। তারা প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯০ রানে। শামস মুলানি ৮৯, তনুষ কোটিয়ান ৫৩ ও রিয়ান পরাগ ৩৭ রান করেন। ইন্ডিয়া-ডি দলের হয়ে প্রথম ইনিংসে ৪টি উইকেট দখল করেন হর্ষিত রানা।

আরও পড়ুন:- WTC Scenarios: ঘরের মাঠে বাংলাদেশ ও কিউয়িদের হারালেই কেল্লা ফতে! রোহিতদের ফাইনালে ওঠার সম্ভাবনা কতটা?

পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া-ডি দল তাদের প্রথম ইনিংসে ১৮৩ রানে অল-আউট হয়ে যায়। দেবদূত পাডিক্কাল দলের হয়ে সব থেকে বেশি ৯২ রান করে আউট হন। ১২৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ১৫টি চার মারেন। ইন্ডিয়া-এ দলের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নেন খলিল আহমেদ ও আকিব খান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

পুলিশ-ডাকাতের ইঁদুর-বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ! অবসরের গ্রহে আন্দ্রে ইনিয়েস্তা, চিরতরে মঞ্চ ছাড়লেন ফুটবলের ‘হ্যারি পটার’ দুর্গাপুজোয় সরকারি অনুদান ফেরালে বিদ্যুতের ভর্তুকি মিলবে না, চাপে পুজো কমিটিগুলি দেখা মিলল না রাহুলে, মা-ছেলের জুটিতে জমজমাট পুজো, সহজের ছবি তুলে দিল প্রিয়াঙ্কাই আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের ‘যাঁদের কোল খালি হল, তাঁদের ঘরে জ্বলবে না আলো…’ পুজোর আগে সরব রূপাঞ্জন! ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.