ক্রিকেটে অতি প্রচলিত একটি প্রবাদ বাক্য রয়েছে যে, ক্যাচ জেতায় ম্যাচ। ইন্ডিয়া-বি দলের বিরুদ্ধে দলীপের প্রথম রাউন্ডে ইন্ডিয়া-এ দল ম্যাচ জেতে কিনা, তা এখনই জানা সম্ভব নয়। তবে ধ্রুব জুরেল ও শুভমন গিল ম্যাচের প্রথম দিনেই যে রকম দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন, তাতে দলের পারফর্ম্যান্সে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে সন্দেহ নেই।
বৃহস্পতিবার দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হয় ভারতের নতুন ঘরোয়া ক্রিকেট মরশুম। এক্কেবারে প্রথম ম্যাচ হলেও চিন্নাস্বামীতে পরীক্ষিত বাইশগজেই লড়াইয়ে নামে শুভমন গিলের ইন্ডিয়া-এ ও অভিমন্যু ঈশ্বরনের ইন্ডিয়া-বি দল। কেননা এই মাঠেই মহারাজা টি-২০ ট্রফির বিস্তর ম্যাচ খেলা হয়।
তবু লাল বলের ক্রিকেটে টস জিতে শুরুতে বল করাই শ্রেয় মনে হয় গিলের। ইন্ডিয়া-বি দল টস হেরে শুরুতে ব্যাট করতে নামে। তারা দিনের প্রথম ঘণ্টা প্রায় নির্বিঘ্নেই কাটিয়ে দেয়। যশস্বী জসওয়াল ও অভিমন্যু ঈশ্বরনের ওপেনিং জুটি ৩৩ রান তুলে ফেলে। শেষে ১২.৬ ওভারে ঈশ্বরনকে পরাস্ত করেন আবেশ খান।
অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে বসেন ঈশ্বরন। বল ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে দাঁড়ানো লোকেশ রাহুলের দিকে উড়ে যায়। তবে উইকেটকিপার ধ্রুব জুরেল নিজের ডানদিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্ষিপ্রতায় স্লিপের ক্যাচ নিজে দস্তানাবন্দি করে নেন। ফলে ব্যক্তিগত ১৩ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় ইন্ডিয়া-বি দলের ক্যাপ্টেনকে। তিনি ৪২ বলের ইনিংসে ১টি চার মারেন।
আরও পড়ুন:- T20I-এর পাওয়ার প্লে-তে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, বিশ্বরেকর্ড হেডের
ওপেনিং জুটি ভাঙার পরে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে ইন্ডিয়া-বি দল। ব্যক্তিগত ৩০ রানে খলিল আহমেদের বলে আউট হন যশস্বী। ইন্ডিয়া-বি দল ৫৩ রানে ২ উইকেট হারায়। সরফরাজ খান ৯ রান করে আবেশের দ্বিতীয় শিকার হন। ৬৭ রানে ৩ উইকেট হারায় ইন্ডিয়া-বি।
এমন পরিস্থিতিতে বড় রানে পৌঁছতে ঋষভ পন্তের ব্যাটে তাকিয়ে ছিল ইন্ডিয়া-বি দল। তবে ৩৫.২ ওভারে আকাশ দীপের বলে শুভমন গিল অসাধারণ ক্যাচ ধরেন পন্তের। ঋষভ বল তুলে মারার চেষ্টা করেন। যদিও ব্যাটে ঠিকমতো কানেক্ট হয়নি বল। তাই তা গগনে উঠে যায়। শুভমন গিল নিজের পিছন দিকে দৌড়ে শরীর ছুঁড়ে দিয়ে অনবদ্য ক্যাচ ধরেন। বলের পিছনে ধাওয়া করে ক্যাচ ধরা সহজ নয় মোটেও। তবে সেই কঠিন কাজটাই সহজে করেন ইন্ডিয়া-এ দলের ক্যাপ্টেন।
পন্ত ব্যক্তিগত ৭ রানে আউট হন। ৮০ রানে ৪ উইকেট হারায় ইন্ডিয়া-বি দল। ঠিক পরের বলেই নীতীশ রেড্ডিকে বোল্ড করেন আকাশ দীপ। ওয়াশিংটন সুন্দর খাতা খোলার আগেই রান-আউট হন। সাই কিশোর ১ রান করে খলিল আহমেদের শিকার হন। ইন্ডিয়া-বি দল ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।
নভদীপ সাইনিকে সঙ্গে নিয়ে মুশির খান ইন্ডিয়া-বি দলকে ১০০ রানের গণ্ডি পার করান। প্রথম দিনের চায়ের বিরতিতে ইন্ডিয়া-বি দল ৫৪ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে। মুশির ব্যাট করছিলেন ব্যক্তিগত ৫০ রানে।