১৭ জনের স্কোয়াডের ৫ জন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে পাচ্ছে না ভারত। সুতরাং, হাতে রয়েছে মোটে ১২ জন ক্রিকেটার। রাজকোটে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন রোহিত শর্মা দাবি করলেন যে, ১৩ জনের স্কোয়াড থেকে শেষ ম্যাচের প্রথম এগারো বেছে নিতে হবে তাঁদের। যদিও ১৩তম সদস্য কে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তিনি। সম্ভবত বাংলার পেসার মুকেশ কুমারকে রাজকোটে টেনে নিয়ে গিয়েছে ভারতীয় দল, যিনি দ্বিতীয় ম্যাচের জন্য বিশ্রামে থাকা বুমরাহর পরিবর্ত হিসেবে স্কোয়াডে ঢোকেন।
আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিয়েছে শুভমন গিল, শার্দুল ঠাকুর ও মহম্মদ শামিকে। ব্যক্তিগত প্রয়োজনে বাড়ি ফিরেছেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল এখনও ফিট নন। তাই স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন তিনি।
জাতীয় নির্বাচকরা অস্ট্রেলিয়া সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচের জন্য যে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে রাজকোটে উপস্থিত রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, ইশান কিষান, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর।
যার অর্থ, শেষ ম্যাচের প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিশেষ মাথা ঘামাতে হবে না টিম ম্যানেজমেন্টকে। সম্ভবত ওয়াশিংটন সুন্দরকে রিজার্ভ বেঞ্চে থাকতে হবে। কেননা বিশ্বকাপের আগে সড়গড় হওয়ার জন্য দীর্ঘদিন পরে ওয়ান ডে-র আঙিনায় ফেরা অশ্বিনকে মাঠের বাইরে রাখতে রাজি হবেন না রোহিতরা।
পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বুধবার রাজকোটে পরিবর্ত ফিল্ডার হিসেবে কারা মাঠে নামবেন, এমনকি জল নিয়ে মাঠে ঢুকবেন কারা, তা নিয়েও নিশ্চয়তা নেই। যদিও এমন পরিস্থিতি জেনেবুঝেই তৈরি করেছে টিম ম্যানেজমেন্ট। মুশকিল আসান হিসেবে সৌরাষ্ট্রের প্রথম সারির কয়েকজন ক্রিকেটারকে ম্যাচের আগের দিন অনুশীলনে ডেকে নেয় টিম ইন্ডিয়া। সুতরাং, ধরে নেওয়া হচ্ছে যে, বুধবার ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে সৌরাষ্ট্রের কোনও ক্রিকেটারকে দেখা যেতে পারে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ থেকে ভারত বিশ্রাম দেয় রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়াকে। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২টি একদিনের ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন রবীন্দ্র জাদেজা।