ভারতের টি২০ ক্রিকেটে এখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি অতীত। এবার তাঁদের জায়গা নিতে প্রস্তুত নতুনরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। এবং এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। কারণ বিশ্বকাপ জয়ী দলের সিনিয়রদের এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। আর জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের জন্য ভারত অধিনায়ক হিসেবে একটি নতুন অধ্যায় শুরু করছেন শুভমন গিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাননি গিল। তিনি রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে ছিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির হাত ধরে অধিনায়কত্বে অভিষেক হবে তাঁর। কিন্তু সম্প্রতি টি২০-তে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অবসর নেন। আর এই পরিস্থিতিতেই টি-টোয়েন্টি একাদশে নিজের জায়গা পাকা করতে চান গিল। পাশাপাশি রোহিত শর্মা, বিরাট কোহলির বিকল্প হয়ে ওঠা নয়, বরং টি২০ দলে স্থায়ী ওপেনার হয়ে উঠতে চান শুভমন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে শুভমন সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি রোহিত ভাই একজন ওপেনার ছিলেন এবং বিরাট ভাইও এই বিশ্বকাপে ওপেন করেছিলেন...আমিও টি-টোয়েন্টিতে ওপেন করেছি। তাই আমি টি-টোয়েন্টিতে ওপেন করতে চাই।’ তিনি আরও যোগ করেছেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজস্ব লক্ষ্য থাকে, যেখানে সে পৌঁছতে চায়। সেটাই একটা চাপ। অন্যরা যেখানে পৌঁছে গিয়েছে, সেখানে আপনি যদি পৌঁছতে চান, তাহলে আপনার আরও বেশি চাপ হবে।’
যে কারণে তিনি রোহিত বা কোহলির বিকল্প নয়। বরং নিজের মতো করে জায়গা তৈরি করে নিতে চান। শুভমন তাই আরও বলেছেন, ‘চাপ এবং প্রত্যাশা ... ওটা সব সময়েই থাকবে বলে মনে করি। কিন্তু বিরাট ভাই এবং রোহিত ভাই যা অর্জন করেছেন, আমি যদি সেটি অর্জন করতে বা পৌঁছানোর কথা ভাবি, তা আমার জন্য খুব কঠিন হবে।’
আরও পড়ুন: বিশ্বজয় করে এসেছে ছেলে, স্নেহের চুম্বনে ভরালেন রোহিতের মা- ভিডিয়ো
শুভমন জানিয়েছে, জিম্বাবোয়ে সিরিজে তাঁর সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা। এই সিরিজে নেতৃত্বের দায়িত্ব পেয়ে খুব একটা ঘাবড়াচ্ছেন না তিনি। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চান। তিনি দাবি করেছেন, ‘আইপিএলে প্রথম বার দলকে নেতৃত্ব দেওয়ার সুবাদে অনেক কিছু শিখেছি। নিজেকে ভালো করে চিনেছি। নেতৃত্ব দেওয়ার ধরনও বুঝতে পেরেছি। আসলে অধিনায়কত্বের মূল সমস্যাটা হয় মানসিক দিক থেকে। কী ভাবে ছেলেদের চাঙ্গা করবেন, কী ভাবে সবার প্রতিভা কাজে লাগাবেন সে সব নিয়ে অনেক ভাবতে হয়। মাঠে সে রকম কঠিন কাজ থাকে না।’