অ্যাডিলেডে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট জিতে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৮০ রানে অলআউট করার পর ৩৩৭ রান তোলে অজিরা। দ্বিতীয় ইনিংসেও আহামরি খেলতে পারেনি ভারত। অজিদের জন্য মাত্র ১৯ রানের টার্গেট ছিল, যা সহজেই কোনও উইকেট না হারিয়ে তুলিয়ে নেয় তারা।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ টপ অর্ডার। রান পাননি শুভমন গিলও। দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্কের বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। বলের সুইং বুঝতেই পারলেন না গিল। ফলে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বল সোজা গিয়ে লাগে মিডল স্টাম্পে। এরপরেই হতভম্বের মতো মুখ করে মাঠ ছাড়েন গিল। ৩০ বলে ২৮ রান করেছিলেন তিনি। এর আগে প্রথম ইনিংসেও ৫১ বলে ৩১ রান করে আউট হয়ে গিয়েছিলেন গিল। শিকার হয়েছিলেন স্কট বোল্যান্ডের।
পার্থে প্রথম টেস্ট খেলেননি শুভমন। চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় টেস্টে আসা করা হয়েছিল তিনি বড় রান করবেন। কিন্তু ২ ইনিংসেই ভালো স্টার্ট নিয়েও আউট হয়ে যান। সমস্যা হচ্ছে সেট হওয়ার পরেও বারবার আউট হয়ে যাচ্ছেন শুভমন গিল। তাঁর সতীর্থ যশস্বী যেখানে সেট হলেই একের পর এক বড় ইনিংস করছেন, সেখানে শুভমন আউট হয়ে যাচ্ছেন। সবাই তাঁকে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র বলেন, কিন্তু ক্রমশই যশস্বীর সামনে ফিকে হয়ে যাচ্ছেন তিনি। টি২০-তে এখন দলে নিয়মিত নন তিনি।
অন্য দিকে প্রথম টেস্টে ২৯৫ রানে হারার পর দ্বিতীয় টেস্ট জিতল অস্ট্রেলিয়া। শুরুটা বেশ ভালোই করেছে তারা। ব্যাট হাতে দাপট দেখান ট্র্যাভিস হেড। তাঁর ১৪০ বলে ১৪১ রানের ইনিংসই পার্থক্য গড়ে দিতে সাহায্য করে। এছাড়াও অজিদের হয়ে ব্যাট হাতে ভালো খেলেন মার্নাস ল্যাবুশান (৬৪) এবং নাথান ম্যাকসুইনি (৩৯)। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট অব্যাহত স্টার্ক-কামিন্সদের। দ্বিতীয় দিনের শেষে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন মিচেল স্টার্ক। আউট করেন শুভমন গিলকে। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন অধিনায়ক প্যাট কামিন্স। আউট করেন কেএল রাহুল এবং রোহিত শর্মাকে।
এছাড়াও ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন স্কট বোল্যান্ড। আউট করেন যশস্বী জসওয়াল এবং বিরাট কোহলিকে। ৫ উইকেট হারানোর পর ভারতের ইনিংস সামলানোর চেষ্টা করেন ঋষভ পন্ত এবং নীতীশ কুমার রেড্ডি। দু’জনেই দ্বিতীয় দিনের খেলার শেষে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের সকালে ২৮ রানে আউট হয়ে যান পন্ত। অন্যরাও তথৈবচ। লড়াই করেছেন শুধু নীতীশ। যদি পার্থের দ্বিতীয় ইনিংস বাদ দেওয়া হয়, তবে এবার প্রথম নয়, ভারতের ব্যাটসম্যানদের ব্যাট হাতে ব্যর্থতা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে। যার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল রোহিতদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে হলে এই সিরিজে বড় ব্যবধানে জয় পাওয়াটা ভারতের জন্য খুবই জরুরি।