চরম নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে গুজরাট টাইটানস থেকে বিদায় নিলেন হার্দিক পান্ডিয়া। সোমবার বেলার দিকে আইপিএল এবং গুজরাটের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল যে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন ভারতের তারকা অলরাউন্ডার। সেই পরিস্থিতিতে এবার আইপিএলে গুজরাটের অধিনায়ক হিসেবে শুভমন গিলের নাম ঘোষণা করা হয়েছে। যা দেখে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফ্যানদের একটু হলেও মনটা খারাপ হতে পারে। কারণ বেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে রাখতে ২০২২ সালের আইপিএলের মেগা নিলামের আগে গিলকে ছেড়ে দিয়েছিল কেকেআর। আর নিলামের আগে তাঁকে সাত কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল গুজরাট। তারপর দুটি মরশুমে দারুণ ব্যাটিং করেছেন। আর এবার ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’-কে গুজরাটের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল। আর তা দেখে বেঙ্কি মাইসোর-সহ কেকেআর ম্যানেজমেন্টের উপর যে নাইট ফ্যানদের ‘জ্বালা’ আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
তবে শুধু সেটাই নয়, নিজেদের সিদ্ধান্ত নিয়েও কেকেআর ম্যানেজমেন্ট আড়াল-আবডালে হাপিত্যেশ করলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পরে শুভমনকে দলে নিয়েছিল কেকেআর। তারপর তাঁকে নিজেদের হাতে তৈরি করেছিল। আস্থা দেখানো হয়েছিল তাঁর উপর। কিন্তু যখন শুভমনের ‘ফুল ফোটানোর’ কথা, ঠিক সেইসময় তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর। যে ‘গিফট’ দু'হাতে গ্রহণ করে নেয় গুজরাট। আর এখন তিনি যা খেলছেন, তাতে কেকেআর আর সম্ভবত ফিরে পাবে না। বরং নাইটদের ‘ঘরের ছেলে’-ই নাইটদের বিরুদ্ধে টস করতে নামছে, সেই দৃশ্য দেখতে হবে।
অন্যদিকে, এই প্রথমবার সিনিয়র পর্যায়ের ক্রিকেটে অধিনায়কত্ব করতে চলেছেন গিল। যা ভবিষ্যতে ভারতের অধিনায়ক হয়ে ওঠার ক্ষেত্রে তাঁর প্রথম ধাপ হতে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের মত। কারণ হার্দিক পান্ডিয়ার পরে তাঁকে সাদা বলের ভারতের অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। যদিও আপাতত অত ভাবতে রাজি নন শুভমন। বরং তাঁর পুরো ফোকাস করছেন গুজরাটের অধিনায়কত্বের উপর।
গুজরাটের নয়া অধিনায়ক বলেন, 'গুজরাট টাইটানসের অধিনায়কত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই দুর্দান্ত দলের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আমার উপর আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দুটি দুর্দান্ত মরশুম কেটেছে। আমরা যে আকর্ষণীয় ব্র্যান্ডের ক্রিকেট খেলি, সেটা বজায় রেখে দলের নেতৃত্ব দিতে আমি মুখিয়ে আছি।’
আরও পড়ুন: IPL Auction 2024-র স্ট্র্যাটেজি পরিষ্কার করল KKR! এই কারণেই কি ছাড়া হল শার্দুল-উমেশ-সাউদিদের