মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। এদিন টিম ইন্ডিয়ার হয়ে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেন শুভমন গিল। এর আগে পুণেতে দ্বিতীয় টেস্টে ২ ইনিংসেই অল্প রানে আউট হয়ে গেছিলেন তিনি। সেখানে প্রথম ইনিংসে ৩০ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রানে আউট হয়ে গেছিলেন গিল। দু’বারই তাঁকে আউট করেন কিউয়ি স্পিনার মিচেল স্যান্টনার। কিন্তু ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়ায় গিল। তাঁর ইনিংসের উপর ভর করেই ভারত প্রথম ইনিংসে ২৮ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। ভারত তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৩ রান করেছে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৩৫ করেছিল।
১৪৬ বলে ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। তিনি তাঁর ইনিংসে ৭টি চার এবং ১টি ৬ মেরেছিল। তবে মুম্বইয়ের উইকেট ব্যাটসম্যানদের জন্য মোটেও সহজ ছিল না। স্পিনাররা প্রচুর টার্ন পাচ্ছিল। এদিন গিল নিজের ধৈর্যের পরিচয় দিয়েছেন। তবে শুক্রবার তিনি একটুর জন্য নিজের শতরান হাতছাড়া করেন। কিন্তু একই সঙ্গে এদিন একটি নতুন রেকর্ড গড়েছেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। টপকে গিয়েছেন চেতেশ্বর পূজারাকে। WTC-এর মঞ্চে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা, তাঁর সংগ্রহ ২৬৭৪ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, তাঁর সংগ্রহ ২৪২৬। তৃতীয় স্থানে রয়েছেন ঋষভ পন্ত (১৯৩৩), চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল (১৭৯৯) এবং পঞ্চম স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা (১৭৬৯)।
শুভমন গিল এদিন উইকেটে ভালো সেট হয়ে গেছিলেন। সবাই ভেবেছিলেন তিনি শতরান করবেন। কিন্তু এরপরেই অঘটন ঘটে, আজাজ প্যাটেলের বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ডারিল মিচেলেরে হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। গিল আউট হওয়ার আগে ঋষভের সঙ্গে মিলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। প্রথম ইনিংসে ঋষভ পন্ত ৬০ রান করেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে ৩৬ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর।মিচেল স্যান্টনারের অনুপস্থিতিতে বল হাতে কিউয়িদের জন্য বড় ভূমিকা পালন করেন আজাজ প্যাটেল। তিনি ২১.৪ ওভার বল করে ১০৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। এখনও ৩ দিনের খেলা বাকি রয়েছে। তবে পিচের গতিপ্রকৃতি দেখে বোঝা যাচ্ছে এই ম্যাচ হয়তো রবিবারই শেষ হয়ে যাবে।