জাতীয় দল থেকে রঞ্জিতে ফিরে পঞ্জাবকে নেতৃত্ব দিতে নামেন শুভমন গিল। তবে এমন লজ্জাজনক অভিজ্ঞতার মুখে পড়তে হবে, এমনটা বোধহয় স্বপ্নেও ভাবেননি শুভমন। কর্ণাটকের বিরুদ্ধে ব্যাট হাতে নিজে ব্যর্থ হন শুভমন। প্রথম ইনিংসে তাঁর দল অল-আউট হয়ে ৫০ রানের গণ্ডি টপকেই।
চিন্নাস্বামীতে রঞ্জির এলিট-সি গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব ও কর্ণাটক। টস জিতে কর্ণাটক দলনায়ক মায়াঙ্ক আগরওয়াল শুরুতে ব্যাট করতে পাঠান পঞ্জাবকে। শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে পঞ্জাব। শেষমেশ তাদের তারকাখচিত ব্য়াটিং লাইনআপ প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে। পঞ্জাবের প্রথম ইনিংস স্থায়ী হয় মোটে ২৯ ওভার।
শুভমন গিল ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে আউট হন। ৮ বলের ইনিংসে ১টি চার মারেন গিল। অপর ওপেনার প্রভসিমরন সিং ২৮ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন। তিনি ১টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে ১ রান করে পোখরাজ মন। চার নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন আনমোলপ্রীত সিং।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কেকেআরের রমনদীপ সিং দলের হয়ে সব থেকে বেশি ১৬ রান করেন। ৩৫ বলের সংক্ষিপ্ত ইনিংসে তিনি ২টি চার মারেন। ছয় নম্বরে নেমে সনভীর সিং ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি সুখদীপ সিং, আরাধ্য শুক্লা ও গুরনূর ব্রার। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৪ রান করেন জাসিন্দর সিং।
আরও পড়ুন:- Ranji Trophy: রঞ্জিতে খাতা খুলেই আউট ঋষভ পন্ত, শুরুতেই নজর কাড়লেন রবীন্দ্র জাদেজা
কর্ণাটকের হয়ে প্রথম ইনিংসে ১১ ওভার বল করে ৪টি মেডেন-সহ ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন বাসুকি কৌশিক। অভিলাস শেট্টি ৯ ওভারে ৪টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। ৮ ওভারে ৩টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ১ ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট নেন যশবর্ধন পরান্তাপ।
পালটা ব্যাট করতে নেমে কর্ণাটক ১২ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। তারা ঠিক ৫৫ রানের মাথায় ১ উইকেট হারায়। অর্থাৎ, পঞ্জাবের ইনিংস ছুঁতে মোটে ১টি উইকেট খোয়াতে হয় কর্ণাটককে। কেভি অনীশ ৩৭ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।