জিম্বাবোয়ের বিপক্ষে টি২০ সিরিজে ২-১ ফলে এগিয়ে গেছে ভারতীয় ক্রিকেট দল। হারারেতে প্রথম টি২০ ম্যাচে বিশ্রী হারের পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচেও আধিপত্যের সঙ্গেই ম্যাচ জিতেছে ভারত। যদিও এই ম্যাচে বেশ কয়েকটা বিষয় চোখে পড়েছে। যশস্বী জয়সওয়াল দলে ফেরায় গত ম্যাচে শতরান করা অভিষেক শর্মাকে তৃতীয় টি২০ ম্যাচে ওপেনিং থেকে সরিয়ে ফার্স্ট ডাউনে নামানো হয়, নিজের ছন্দ কিছুটা যেন হারিয়ে ফেলেন এই বাঁহাতি ব্যাটার। বড় রান করতে পারেননি তিনি। যদিও স্বস্তির বিষয় একটাই, এই ম্যাচে রানের মধ্যে ফিরেছেন অধিনায়ক শুভমন গিল।
আরও পড়ুন-‘পাকিস্তানের সঙ্গে ভারতের সিরিজ খেলা’…কোচের পদে আসতেই ভাইরাল গম্ভীরের পুরনো ভিডিয়ো
টি২০ বিশ্বকাপের দলে সুযোগ হয়নি, জিম্বাবোয়ে সিরিজ তাই কামব্যাকের মঞ্চ গিলের কাছে। তৃতীয় টি২০ ম্যাচে শুভমন গিল করেন ৪৯ বলে ৬৬ রান, ভারতীয় দল ম্যাচ জিতে নেয় ২৩ রানে। এই মূহূর্তে সিরিজে ২-১ ফলে এগিয়ে টিম ইন্ডিয়া। শনিবার সিরিজের চতুর্থ ম্যাচ। রবিবার শেষ ম্যাচ তাঁদের। সিনিয়র দলের অনুপস্থিতিতে শুভমন গিলের নেতৃত্বে এই সিরিজে খেলতে এসেছিল ভারত। প্রথম ম্যাচেই লজ্জাজনক হারের মুখ দেখার পর দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাড়িয়েছে মেন ইন ব্লুজরা। তৃতীয় ম্যাচেই দলের সঙ্গে যোগ দেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবের মতো সদ্য টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা।
আরও পড়ুন-শেষ লগ্নের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড, সামনে স্পেন
দলের জয়ের পর এই সিরিজে ভারতের অধিনায়ক শুভমন গিল জানান, ‘পিছিয়ে পড়ার পর সিরিজে লিড নিতে সব সমই ভালো লাগে। ম্যাচটা বেশ উপভোগ্য হয়েছে। একটা সময় মনে হচ্ছিল দল সহজেই ২০০-র গণ্ডি টপকে ফেলতে পারবে, কিন্তু লেন্থ বলে হিট করা সব সময় সহজ কাজ হয়না। আমি আর রুতুরাজ যখন খেলছিলাম, তখন এই কথাটাই আলোচনা করছিলাম। আমরা বোলারদের জন্য প্ল্যানিং রেখেছিলাম, তাঁদের বার্তা দিয়েছিলাম ঠিক কি করতে হবে এই ম্যাচে। সেই সব প্ল্যানিং ঠিকঠাক কাজে লাগাতেই ম্যাচ জেতা সম্ভব হয়েছে ’ ।
আরও পড়ুন-অধিনায়ক নয়…শেষ ম্যাচে দল নিয়ে মাঠে নামলেন অ্যান্ডারসন! বিদায়লগ্নে মন খারাপ জিমির
তৃতীয় টি২০ ম্যাচে ২৭ বলে ৩৬ রান করেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়েকওয়াড় করেন ২৮ বলে ৪৯ রান। যদিও অভিষেক শর্মাকে ওপেনিং থেকে সরানো হতেই তিনি ব্যর্থ হন। করেন মাত্র ৯ বলে ১০ রান।