ভারতের অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থতার পরও শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের ফলে ইংল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ব্যাটিং পারফরম্যান্সের আগে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডকে ২৪৮ রানে গুটিয়ে দেয় ভারত, যদিও তারা শুরুতে ৮ ওভারে ৭১/০ স্কোর করেছিল।
শুভমন গিল, শ্রেয়স আইয়ার ও অক্ষর প্যাটেলের দুর্দান্ত পারফরম্যান্স
ভারতীয় দল এই ম্যাচে তিন বিভাগেই অসাধারণ পারফর্ম করেছে। বিরাট কোহলি হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি, আর অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রানে আউট হন। তবে শুভমন গিল (৮৭), শ্রেয়স আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেল (৫২) অর্ধশতক হাঁকিয়ে ৩৮.৪ ওভারে সহজেই জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন … বাংলাদেশে ফের বাতিল মহিলাদের ফুটবল ম্যাচ! ধর্মীয় কট্টরপন্থীদের আচরণে অবাক বিশ্ব
শুভমন গিলের ফর্মে ফেরার ইঙ্গিত
সম্প্রতি শুভমন গিল স্বীকার করেছেন, লাল বলের ক্রিকেটে তিনি মনোযোগ হারিয়ে ফেলছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তার বেশ কিছু আউট ‘ব্রেন ফেড’ ধরণের ছিল। তবে ওয়ানডে ফরম্যাটে তিনি দারুণ স্বাচ্ছন্দ্যে ছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন, যদিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু প্রথম ওয়ানডেতে তিনি আত্মবিশ্বাসী ব্যাটিং করেন এবং দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান।
ম্যাচে সেরা হয়ে কী বললেন শুভমন গিল?
ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন শুভমন গিল। ম্যাচের সেরা হয়ে শুভমন গিল বলেন, ‘আমি শুধু ইতিবাচক থাকার চেষ্টা করছিলাম। আমি ভেবেছিলাম, নতুন বলে পেসারদের জন্য কিছু সুবিধা থাকতে পারে। তাই আক্রমণাত্মক খেলাটা ভালো সিদ্ধান্ত ছিল। যখন আমি ৭০ রানের আশেপাশে ব্যাট করছিলাম, তখন যে পুল শটটি খেলেছিলাম, সেটাই আমার সবচেয়ে প্রিয় শট ছিল। যখন স্পিনাররা বল করছিল, তখন পিচের গতি কখনও কমছিল, কখনও আবার বাড়ছিল। তাই আমরা উইকেটের স্কোয়ার অঞ্চল থেকে রান তোলার চেষ্টা করছিলাম। আমি শুধু রোহিত ভাইয়ের চিন্তাধারা বোঝার চেষ্টা করছি এবং যেখানে পারছি, আমার মতামত দিচ্ছি। উনি আমাকে বলেছেন, ম্যাচের ব্যাপারে যদি কিছু বলতে চাই, তাহলে যেন দ্বিধা না করি।’
আরও পড়ুন … আইয়ার, আর্শদীপ ও চাহাল ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং
একটা সময়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া-
প্রথমে ভারত চাপে পড়ে যায় যখন যশস্বী জসওয়াল ও রোহিত শর্মা দ্রুত আউট হন। তবে শুভমন গিল, যিনি বিরাট কোহলির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করছিলেন, প্রথমে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন এবং পরে অক্ষর প্যাটেলের সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।
এদিনের ম্যাচের পরে শুভমন গিলের প্রশংসা করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘ওর সামনে দীর্ঘ ও সফল আন্তর্জাতিক কেরিয়ার অপেক্ষা করছে।’
আরও পড়ুন … দুঃস্বপ্ন কাটছে না রোহিতের, ফের জঘন্য শট খেলে আউট. শেষ ১৬ ম্যাচে মাত্র ১৬৬ রান
ভাইস-ক্যাপ্টেন হলেও ব্যাটিংয়ে পরিবর্তন আনেননি গিল
ম্যাচ শেষে শুভমন গিল জানান, ভাইস-ক্যাপ্টেন হওয়ার পরও তার ব্যাটিংয়ে কোনও পরিবর্তন আসেনি। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। তবে মাঠে আমি রোহিত ভাইয়ের চিন্তাধারা বোঝার চেষ্টা করি এবং যেখানে দরকার, আমার মতামত দিই। উনি আমাকে বলেছেন, আমি যেন কোনো দ্বিধা না করি।’
ভারত এই ম্যাচে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছে, যদিও রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন। অক্ষর প্যাটেল নিজের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত ৫২ রান করেন, শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের বোলিং আক্রমণকে পাল্টা আঘাত করেন, আর বোলিংয়ে রবীন্দ্র জাদেজা ও অভিযেক হওয়া হর্ষিত রানা তিনটি করে উইকেট তুলে নেন, যার ফলে ইংল্যান্ড ৫০ ওভার খেলতে পারেনি।