কটকে একদিকে যেমন হার্দিকের বলে ফিল সল্টের অতি সহজ ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল, ঠিক উল্টো ছবিও চোখে পড়ে শুভমন গিলের ফিল্ডিংয়ে। বারাবাটি স্টেডিয়ামে হর্ষিত রানার বলে হ্যারি ব্রুকের যে ক্যাচটি ধরেন গিল, তাকে এককথায় অসাধারণ বলা ছাড়া উপায় নেই।
কটকে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ওপেনিং জুটিতে ৮১ রান তুলে ফেলে। মাত্র ১ উইকেট হারিয়েই দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসের ৩০তম ওভারে অনবদ্য ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।
২৯.৪ ওভারে হর্ষিত রানার ফুল লেনথ ডেলিভারিতে লংয়ে বড় শট নেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। যদিও বল ঠিকমতো কানেক্ট হয়নি ব্যাটে। ফলে তা উনেক উঁচুতে উঠে যায়। শুভমন গিল বলের পিছনে ধাওয়া করেন। তিনি লং-অনে সামনের দিকে শরীর ছুঁড়ে বল তালুবন্দি করে নেন। ব্যক্তিগত ৩১ রানে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় ব্রুককে। ৫২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
পরে ইনিংসে ৩৯তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ইংল্যান্ড দলনায়ক জোস বাটলারের অনবদ্য ক্যাচ ধরেন শুভমন। ৩৮.৪ ওভারে হার্দিকের লেনথ বলে জোরালো ড্রাইভ শট খেলার চেষ্টা করেন বাটলার। বল হাওয়ায় ভেসে যায় বটে, তবে মাটি থেকে খুব উঁচুতে ছিল না। মিড অফে ফিল্ডিং করছিলেন শুভমন গিল। ফের সামনের দিকে শরীর ছুঁড়ে বল তালুবন্দি করে নেন তিনি। ফলে ব্যক্তিগত ৩৪ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয় বাটলারকে। ৩৫ বলের ইনিংসে তিনি ২টি চার মারেন।
আরও পড়ুন:- IND vs ENG ODIs: ৪০ বছর ভারতে কোনও ওয়ান ডে সিরিজ জেতেনি ইংল্যান্ড, হেরেছে কতবার?
শুভমন গিল ম্যাচে আরও একটি ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজার বলে। ৪৪.৬ ওভারে জাদেজার বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন জেমি ওভার্টন। যদিও বল ঠিকমতো কানেক্ট হয়নি ব্যাটে। ফলে বল গগনে উঠে যায়। কভার অঞ্চলে ফিল্ডিং করছিলেন শুভমন গিল। মাথা ঠান্ডা রেখে উঁচু ক্যাচ তালুবন্দি করেন গিল। ১০ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ওভার্টন।
উল্লেখ্য, এই ম্যাচের ষষ্ঠ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে থার্ডম্যান বাউন্ডারিতে ফিল সল্টের অতি সহজ ক্যাচ ছাড়েন অক্ষর প্যাটেল। একটি কঠিন ক্যাচের সুযোগ হাতছাড়া করেন শ্রেয়স আইয়ার।