ব্যাট হাতে অনবদ্য পারফরমেন্সের পর দুরন্ত ফিল্ডিং করে দলকে জেতালেন সিকান্দার রাজা। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর খেলার ঝাঁঝ যেন বেড়েই চলেছে। দেখে বোঝার সুযোগ নেই, যে ৩৮ বছর বয়স এই ক্রিকেটারের। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ব্যাট হাতে নজর কেড়েছিলেন প্রথমে, এরপর অনব্য ক্যাচ নিয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় সবার নজর কাড়লেন জিম্বাবোয়ের এই ক্রিকেটার। আইপিএলেও এসেছিলেন, কিন্তু সব ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। ইংল্যান্ডে গিয়ে এখন ফুল ফোটাচ্ছেন রাজা। বাউন্ডারি লাইনে, দুরন্ত ডাইভ দিয়ে অ্যাডাম হোজকে সাজঘরে ফেরান নর্দ্যাম্পটনশায়ারের এই ক্রিকেটার। সেই ক্যাচই শেষ পর্যন্ত ম্যাচের ফারাক গড়ে দেয়।
আরও পড়ুন-দলের জন্যই জিতেছি, পাকিস্তানের বধের পর তৃপ্ত ম্যাচের সেরা মোনাঙ্ক প্যাটেল
ভাইটালিটি টি২০ ব্লাস্টের ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছিল নর্দ্যাম্পটনশায়ার এবং ওরচেস্টারশায়ার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে আসে নর্দ্যাম্পটনশায়ার। মিডল অর্ডারে নেমে ৩১ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সিকান্দার রাজা। মারেন দুটি বাউন্ডারি এবং ৩টি ওভারবাউন্ডারি। সেই সুবাদেই তাঁর দলের স্কোর পৌঁছায় নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওরচেস্টারশায়ার দলও ভালোই লড়াই দেয়, কিন্তু সিকান্দার রাজার নেওয়া বাউন্ডারি লাইনে একটি ম্যাচই কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সেই ক্যাচের দৌলতেই কার্যত ম্যাচ জিতে নেয় রাজার দল, কারণ সেট হওয়া ব্যাটস্ম্যানকে অনবদ্য ক্যাচে সাজঘরে না ফেরালে বলটি বাউন্ডারি হয়ে যেত। শেষ পর্যন্ত মাত্র ৬ রানে ম্যাচ জিতে নেয় নর্দ্যাম্পটনশায়ার।
আরও পড়ুন-পাকিস্তানকে হারানোর পর সৌরভকে শুভেচ্ছা Oracle-এর, উঠল মাইনে বাড়ানোর দাবি!
ওরচেস্টারশায়ারের ১৩তম ওভারের প্রথম বলেই সাইফ জায়েবের বলে জোড়ালো শট মারেন অ্যাডাম হোজ। তিনি তখন ব্যাট করছিলেন ২১ বলে ৩০ রান করে। সেই শট বাউন্ডারি লাইনে অসম্ভব দক্ষতায় ক্যাচ নিয়ে নেন সিকান্দার রাজা। লং অফ থেকে দৌড়ে এসে উইকেটের সোজাসুজি বাউন্ডারি লাইনের সামনে ডাইভ দিয়ে ক্যাচ নেন রাজা। কয়েক ইঞ্চির জন্য তাঁর শরীর বাউন্ডারি লাইনে ছুঁয়ে যায়নি। নিজের শরীরের ভারসাম্য রাখার পাশাপাশি শক্ত হাতেই ক্যাচ নিয়ে হোজকে সাজঘরে ফেরান রাজা, তাঁর এই অনবদ্য ফিল্ডিংয়ে হতবাক হয়ে যান নর্দ্যাম্পটনশায়ারের ক্রিকেটাররাই, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তাঁকে। গুরুত্বপূর্ণ উইকেট আসতেই ম্যাচ তাঁদের আয়ত্তে চলে আসে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে স্কটল্যান্ড, ভারতের ওপর মার্কিনরা! একঝলকে পয়েন্ট তালিকা
এই জয়ের সঙ্গে সঙ্গেই ভাইটালিটি ব্লাস্ট টি২০ প্রতিযোগিতায় সিকান্দার রাজার দল নর্থ গ্রুপে উঠে এল দ্বিতীয় স্থানে। প্রতিযোগিতার অফিশিয়াল সাইটেও রাজার অনবদ্য ক্যাচের ভিডিয়ো পোস্ট করা হয়। তাঁদের প্রতিযোগিতার ইতিহাসে নেওয়া অন্যতম সেরা ক্যাচ হিসেবে তকমা দিয়েছেন সেদেশের ক্রিকেটভক্তরা।