টি২০ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিন বিভাগেই সেরা পারফরমেন্স দিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া এবারে যে গতিতে ছুটে চলেছে, তাতে এই ধারা বজায় রাখতে পারলেই বহুপ্রতিক্ষিত আইসিসির ট্রফি ১১ বছরের অপেক্ষার পরে আসতে পারে ভারতে। আগামী তিনটি ম্যাচে শুধু ভারতীয় দলকে ভালো খেলতে হবে, ৬ ধাপ পেরিয়ে আসার পর এখন তিনটি ধাপ বাকি, সেখানে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা নিজেদের মেলে ধরতে পারলেই কাপ উঠবে রোহিত শর্মার হাতে। এবারের প্রতিযোগিতায় ফিল্ডিং দুর্দান্ত হচ্ছে টিম ইন্ডিয়ার। কোনওদিন সিরাজ তো আবার কোনও দিন পন্ত নজর কাড়ছেন। বাংলাদেশ ম্যাচে যেমন শরীর ছুঁড়ে দুরন্ত ক্যাচ নিয়ে ভারতীয় দলের সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন-‘আভি হামকো চাহিয়ে ফুল ইজ্জত’, অজিদের প্রথমবার হারিয়ে মির্জাপুরের সংলাপ মনে করালেন রশিদরা
ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে,আর ক্যারিবিয়ান কিংবদন্তিরা ভারতীয় দলকে পুরস্কার দেবেন না তা কখনও হয় নাকি। ভারতীয় দলের ড্রেসিং রুমে হঠাই হাজির হলেন ক্যারিবিয়ান তারকা স্যার ভিভিয়ান রিচার্ডস। এক সময়ের মারকুটে ব্যাটার ভিভ বাংলাদেশ ম্যাচে ভারতের সেরা ফিল্ডার সূর্যকুমার যাদবের গলায় পড়িয়ে দিলেন পদক, সঙ্গে দিলেন ছোট্ট পেপ টকও। বরাবরই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক, বিরাট হোক বা সেহওয়াগ, কখনই প্রশংসা করতে কার্পন্য করেননি ভিভস।
আরও পড়ুন-এই তো সবে শুরু! অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়ে হুঙ্কার আফগান অধিনায়কের
বাংলাদেশ ম্যাচে জয়ের পর ভিভ রিচার্ডস ড্রেসিং রুমে ঢোকার আগেই হাততালি দিতে শুরু করেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর বিরাট কোহলিকে আলিঙ্গন করেন ভিভ। রাহুল দ্রাবিড়সহ গোটা দলকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে সূর্যকুমার যাদবের গলায় ম্যাচের সেরা ফিল্ডারের পদক পড়িয়ে দেন তিনি। ম্যাচের শুরুতেই লিটন দাসের অনবদ্য ক্যাচ নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় এনে দেন সূর্য।
ভিভ রিচার্ডস এরপর মজাদার নাম দেন ঋষভ পন্তকে। তাঁকে জড়িয়ে ধরে ভিভ বলেন, ‘পন্ত তোমায় দেখে খুব ভালো লাগছে। তুমি তো পকেট রকেট। যেভাবে তুমি ফিরে এসেছ তাতে আমি খুব খুশি। তোমার প্রতিভা আমরা খুব মিস করতাম। ক্যারিবিয়ান হিসেবে বলতে পারি ভারতীয় দল এখানে যেভাবে খেলছে খুব ভালো লাগছে দেখে। বেশি কিছু বলার নেই, কারণ তোমাদের দল এমনিই খুব শক্তিশালী। আমাদের মেরুন শিবির (ওয়েস্ট ইন্ডিজ) যদি জিততে না পারে, তাহলে আমি অবশ্যই তোমাদেরই সমর্থন করব।
আরও পড়ুন-আফগান ক্রিকেটে ব্র্যাভো ম্যাজিক! ৬টি ম্যাচে ৪টিতেই প্রতিপক্ষকে অলআউট রশিদদের
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবশ্য ভারতের ম্যাচে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। বরং সেখানকার ক্যারিবিয়ানরাও ভারতকেই সমর্থন করেছে। ভিভ রিচার্ডসের কথা থেকেও পরিস্কার, টিম ইন্ডিয়ার প্রতি ক্যারিবিয়ানদের একটা সফ্ট কর্নার রয়েছে।