সোমবার মহম্মদ সিরাজকে নিয়ে বড় তথ্য ফাঁস করলেন জসপ্রীত বুমরাহ। জানালেন তাঁর সতীর্থ তৃতীয় টেস্টে চোট নিয়েই বল করে গিয়েছেন। সব কিছু দূরে সরিয়ে রেখে সিরাজ প্রথম ইনিংসে ২৩.২ ওভার বল করে ২ উইকেট নেন। ব্রিসবেনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বিরাট রানের পাহাড় খাড়া করেছে। ট্র্যাভিস হেড এবং স্টিভ স্মিথের সেঞ্চুরির উপর ভর করে ৪৪৫ রান তোলে তারা। বল হাতে ৭৬ রান দিয়ে ৬ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এদিন তৃতীয় দিনের শেষে তিনি প্রতিক্রিয়া দেন, তখনই সিরাজের চোটের বিষয়টি তুলে ধরেন।
বুমরাহ জানিয়েছিলেন তাঁর সঙ্গে সিরাজের ব্রিসবেনে আসার আগে কথা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের (সিরাজ ও বুমরাহ) কথা হয়েছিল। তবে সেটা আমাদের ব্রিসবেনে আসার আগে হয়েছিল। পার্থে এবং আগের ম্যাচে তাকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল। সে ভালো বল করে এবং উইকেটও পায়। এই ম্যাচে আমি তাকে কৃতিত্ব দেব, সে চোট থাকা সত্ত্বেও বল করে গিয়েছে। ও জানত যে একবার মাঠ ছাড়লে আর বল করতে পারবে না। সেটা হলে দল চাপে পড়ে যেত। তাই সে দলকে সাহায্য করার জন্য বল করে যায়। তার মধ্যে লড়াই করার একটা জেদ রয়েছে, দল সেটাই পছন্দ করে।’
প্রথম ইনিংসে বেশ কিছুটা সমস্যায় দেখা যায় মহম্মদ সিরাজকে। ৩৭তম ওভারটি করার সময় দ্বিতীয় বলে হ্যামস্ট্রিংয়ে টান ধরে। এরপর ফিজিও এসে তাঁর চিকিৎসা করে। তবে ওভারটি শেষ করতে পারেননি তিনি। মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। সিরাজের ওভারটি সম্পন্ন করেন আকাশদীপ। তবে দ্বিতীয় দিনেই আবার বল হাতে ফিরে আসেন তিনি, আউট করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং নাথান লিয়নকে। বুমরাহ বলেন, ‘সে যে ভাবে লড়াই করে ফিরে এসেছে তা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। ও সব সময় দলের জন্য সেরাটা দিতে তৈরি থাকে। এটাই একজন ক্রিকেটারের সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র।’
তিনি আরও যোগ করেন, ‘ও মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এমনকী যখন সে ১০০ শতাংশ ফিট নয়, চোট রয়েছে, তখনও দলের হয়ে লড়াই করে। এটাই সবচেয়ে সেরা মনোভাব।’ প্রথম ২ টেস্টে যথাক্রমে ২ ইনিংস মিলিয়ে ৫ এবং ৪ উইকেট নেন সিরাজ। তবে তৃতীয় টেস্টে তাঁর লাইন-লেন্থ সমালোচনার মুখে পড়েছে। যদিও বুমরাহ তাঁকে নিজের খেলায় ফোকাস থাকার পরামর্শ দিয়েছেন।