অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দল। পার্থ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এসেছিল বোলাররা। ৫ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, ৩ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা এবং ২টি উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। ২ ইনিংস মিলিয়ে মোট ৫ উইকেট নেন সিরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাত্র ২ উইকেট পাওয়া সিরাজ এই ভাবে ফর্মে ফিরে আসার জন্যও কৃতিত্ব দিয়েছেন বুমরাহকে। তিনি জানিয়েছেন, বুমরাহের টিপসকে কাজে লাগিয়ে ফিরে এসেছেন তিনি।
অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘আমি সবসময় জাস্সি ভাইয়ের সঙ্গে কথা বলি। এমনকী প্রথম টেস্টের আগেও তাঁর সঙ্গে আমার কথা হয়। আমি তাঁকে জানিয়েছিলাম, আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। উইকেট পাওয়ার পর নিজের বোলিং পরিবর্তন করতে না করেছিল তিনি আমায়। ওঁ বলেছিল একজায়গায় লাগাতার বল করতে এবং খেলাটাকে উপভোগ করতে। তিনি বলেছিলেন, যদি এরপরেও উইকেট না পাও তখন এসে আমায় জানিও।’ তিনি আরও যোগ করেন, ‘আমি আমার বোলিং উপভোগ করছি এবং উইকেট পাচ্ছি।’
বুমরাহ বাদে সিরাজ ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভারত অর্জুনের সঙ্গেও কথা বলেছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ভারত অর্জুন স্যারের সঙ্গেও কথা বলেছিলাম, জানিয়েছিলাম আমার কোথায় সমস্যা হচ্ছে। তিনি আমায় বহুদিন ধরে দেখে আসছেন, উনি আমার বোলিং সম্পর্কে জানেন। তিনিও আমায় বলেছিলেন উইকেট পাওয়ার পর বেশি লাফাতে না, খেলাটাকে উপভোগ করতে। শুধু আনন্দ করতে বলেছিলেন। আমি অস্ট্রেলিয়ায় আসার আগে দিলীপ স্যারের সঙ্গেও সাক্ষাৎ করেছিলাম। হায়দরাবাদে দু’জনে একসঙ্গে অনুশীলনও করেছিলাম। আমি এখন অনেক ভালো অনুভব করছি এবং খেলাটাকে উপভোগ করছি।’ সিরাজ আরও যোগ করেন, ‘মর্নি আমায় সব সময় একজন যোদ্ধা বলে অভিহিত করেন। তিনি বলেন- তুমি আমাদের উইকেট এনে দেবে ঠিকই, তুমি শুধু নিজের খেলাটাকে উপভোগ করো।’
অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি পিঙ্ক বলে খেলা হবে। সিরাজ প্রথমবার গোলাপি বলের ক্রিকেট খেলবেন। তিনি বলেন, ‘বলের একটি সিন্থেটিক অনুভূতি আছে, এটি লাল বলের থেকে আলাদা। সিম খুব কঠিন। এটা উজ্জ্বল, এবং বেশ বড়। আপনি এটির সঙ্গে যত বেশি অনুশীলন করবেন, তত ভালো ফল পাবেন।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি গোলাপি বলের সঙ্গে ব্যাক অফ লেন্থ বোলিং করাই ভালো। কারণ এটিকে উপর দিকে পিচ করা সহজ হয়, সেখানে খুব বেশি সুইং নেই, তাই আপনি যত বেশি জোরে করবেন সেটি ততবেশি সিম করবে। এটি আমাদের জন্য আরও ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘আমি শুনেছি যে বলটি আলোর নিচে অনেক সুইং করে কিন্তু আমি এখনও আলোর নিচে বল করিনি। তাই আমরা যখন অ্যাডিলেডে গিয়ে অনুশীলন করব, তখন আমরা সেই চেষ্টা করব। আমরা যত বেশি অনুশীলন করব, আমাদের কী করতে হবে সে সম্পর্কে আরও বেশি জানতে পারব।’