অ্যাডিলেড কাণ্ডে মহম্মদ সিরাজের পাশে দাঁড়ালেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ, উল্টে সমালোচনা করলেন ভারতীয় পেসারের। কাইফ মনে করেন, একবার নয় দু’বার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ‘খারাপ ব্যবহার’ করেছেন সিরাজ। হেডের সঙ্গে বাকযুদ্ধ ছাড়াও প্রথম ইনিংসে মার্নাস ল্যাবুশানকে লক্ষ্য করে বল ছুড়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৫ তম ওভারে। ব্যাট করছিলেন ল্যাবুশান। বল করছিলেন সিরাজ। সেই সময় ওভারের এক বলে যখন সিরাজ বল করার জন্য দৌড়ে অনেকটা চলে এসেছিলেন তখন তাঁকে থামান ল্যাবুশান। আসলে ইচ্ছাকৃত নয়, সাইট স্ক্রিনের পাশ দিয়ে এক দর্শক বিয়ারের গ্লাস হাতে পাস করছিলেন, সেই কারণেই সমস্যা হওয়ায় সিরাজকে থামান অজি ব্যাটার। কাইফ মনে করছেন এরকম আচরণ একেবারেই সঠিক নয়, তাহলে পরবর্তী প্রজন্ম কী শিখবে!
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিয়োতে মহম্মদ কাইফ বলেন, ‘ল্যাবুশান যখন ব্যাট করছিল তখন সাইট স্ক্রিনের পিছনে কিছু নড়াচড়ার কারণে সে ক্রিজ থেকে সরে গিয়েছিল। কিন্তু সিরাজ বলটি ছুড়ে মারে। এটা মোটেও সঠিক কাজ নয়। সে খারাপ ব্যবহার করেছে। ছোটরা তোমায় রোল মডেল হিসেবে দেখছে। তুমি তাদের জন্য খারাপ উদাহরণ তৈরি করতে পার না। তুমি ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পার না।’
হেডের সঙ্গে যেই ব্যবহারটি করেছেন সিরাজ সেটাও না করা উচিত ছিল বলেই মনে করছেন কাইফ। ট্র্যাভিস হেড যখন ৭৯ রানে ব্যাট করছিলেন তখন তাঁর ক্যাচ ফেলেছিলেন সিরাজ, সেই বিষয়টিও উল্লেখ করেছেন প্রাক্তন ভরতীয় ক্রিকেটার। তিনি বলেন, ‘সিরাজ সুযোগ পেয়েছিল। ট্র্যাভিস হেডের ব্যাটের কোনায় লেগে বল উঠে গিয়েছিল। সিরাজ মিড অনে দাঁড়িয়ে ছিল। সে দৌড়ে পিছনে যায়, দু’হাত দিয়ে ক্যাচ ধরার চেষ্টা করা। অশ্বিন বিষয়টির প্রশংসা করেছে। তবে আমি বিশ্বাস করি, এই ধরণের কঠিন ক্যাচ ধরেই তুমি ইতিহাস তৈরি করতে পারবে। হেড আউট হলে সেটা খেলার রং পরিবর্তন করে দিত। কিন্তু সেটা হয়নি।’
তিনি আরও যোগ করেন, ‘যখন ট্র্যাভিস হেড ১৪০ করল, তখন মাঠের চারিদিকে সে শট খেলেছে। যেরকমই ফিল্ডিং সেট করা হচ্ছিল সে ঠিক ফাঁকফোকর খুঁজে বের করে নিচ্ছিল। ও এটা একটা কঠিন পিচে করছিল, যেখানে রান করা সহজ নয়। অবশেষে সিরাজ তাকে আউট করে। আমি বুঝতে পারছি আগ্রাসনের কারণ। তবে এই ভাবে সেলিব্রেশন করাটা ঠিক হয়নি। তুমি যদি সত্যিই তার কমজোরি জেনে থাকতে তাহলে আগে আউট করতে। তখন নয় এমন সেলিব্রেশন করলে মানা যেত। কিন্তু সে ১৪০ করেছে… এই ভাবে সেন্ড অফ করাটা ঠিক হয়নি।’