বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত শতরান সঞ্জু স্যামসনের। এই সিরিজে তাঁর কাছে শেষ সুযোগ ছিল নিজেকে ভরতীয় দলের যোগ্য প্রমাণ করার। প্রথম ২ ম্যাচে না পারলেও শেষ ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন সঞ্জু। ব্যাট হাতে ৪৭ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি। তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক সূর্যকুমার যাদবও। সেই সময় ক্রিজে উপস্থিত ছিলেন তিনিও। ব্যাট হাতে ৩৫ বলে ৭৫ রান করেন সূর্যকুমার। এদিন ম্যাচের শেষে এক কথপোকথনে সঞ্জুর শতরান প্রসঙ্গে তিনি জানান, এটা তাঁর দেখা অন্যতম সেরা শতরান। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই কথোপকথনের ভিডিয়ো প্রকাশ করা হয় তাদের ওয়েবসাইটেও।
ভিডিয়োতে শতরান নিয়ে সঞ্জুকে প্রশ্ন করেন সূর্যকুমার যাদব। উত্তরে তিনি বলেন, ‘আমি খুবই খুশি আজকের ইনিংসের জন্য, কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। সবার নিজের নিজের সময় থাকে। আমি আমার নিজের উপর বিশ্বাস রেখেছিলেন, নিজের কাজ করে গেছি। আমি খুশি এই মুহূর্তটা উপভোগ করার জন্য অপর প্রান্তে তুমি ছিলে’। সেই শুনে সূর্য বলেন, ‘আমি অপর প্রান্তে দাঁড়িয়ে উপভোগ করেছি। আমার দেখা এটা অন্যতম সেরা শতরান’। এরপর ভারত অধিনায়ক সঞ্জুকে প্রশ্ন করেন, ‘যখন ৯৬-৯৭ রানে ছিলে তখন বোলারের মাথার উপর দিয়ে সোজা শট খেলেছিলে, তখন কী মাথায় চলছিল?’ উত্তর সঞ্জু বলেন, শ্রীলঙ্কা সিরিজের পর থেকে দলের অন্দরে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং যেই আক্রমণাত্মক হওয়ার বার্তা কোচ এবং অধিনায়ক দিয়েছে, সেটাই মাথায় চলছিল’।
তিনি আরও বলেন, ‘আমি সূর্যকে বলছিলাম ৯৬ রানে আছি, উড়িয়ে শতরান করি। ও আমায় বলল, তুই তোর সময় নে। তুই অনেক পরিশ্রম করেছিস এটা অর্জন করার জন্য’। ভারতের অধিনায়ক বলেন, ‘ও কঠোর পরিশ্রম করেছে। সে অর্জন করেছে এটা। ও নিজের নিঃস্বার্থ মনোভাবের পরিচয় দিয়েছে, যা ওর থেকে শেখার আছে। ও নিজের থেকে বেশি দলের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়’। উল্লেখ্য, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচ খেলেছে। যেখানে ৩-০ ব্যবধানে জয় পায় সূর্যরা। এই সিরিজ একদা ‘ব্যর্থ’ সঞ্জু স্যামসনের কাছে শেষ সুযোগ ছিল। প্রথম ২ ম্যাচে সেইভাবে দাগ কাটতে পারেননি তিনি। সঞ্জু প্রথম ম্যাচে ১৯ বলে ২৯ এবং দ্বিতীয় ম্যাচে ৭ বলে ১০ রান করেছিলেন। ভারতীয় দলে টিকে থাকার জন্য তৃতীয় ম্যাচে বড় রান করার দরকার ছিল তাঁর জন্য, আর সেটাই করে দেখালেন।