শ্রীলঙ্কার বিরুদ্ধে উসমান খোয়াজার সঙ্গে ওপেনিং জুটি গড়বেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক স্টিভ স্মিথ এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন গলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ট্র্যাভিস হেড ওপেনিং ব্যাটসম্যান হিসেবে উসমান খোয়াজার সঙ্গে মাঠে নামবেন।
বুধবার গলেতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে টসের পরেই নিজেদের চূড়ান্ত একাদশ ঘোষণা করবে অস্ট্রেলিয়া। তবে অজি অধিনায়ক স্মিথ নিশ্চিত করেছেন যে উসমান খোয়াজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে ট্র্যাভিস হেডকে।
এই সিদ্ধান্তের মাধ্যমে উসমান খোয়াজার উদ্বোধনী সঙ্গী নিয়ে চলা জল্পনারও অবসান ঘটল। হেড টপ অর্ডারে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসের জায়গায় সুযোগ পাচ্ছেন। ম্যাচের আগে স্টিভ স্মিথ বলেন, ‘ট্র্যাভিস ওপেন করবেন, এর বাইরে দলে খুব বেশি পরিবর্তন হবে বলে মনে করি না।’ তিনি আরও জানান, নির্বাচকরা হেডের সামর্থ্যে আস্থা রেখেছেন। বিশেষ করে ভারতীয় দলের বিরুদ্ধে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরে এই বিশ্বাসটা আরও বেড়েছে।
আরও পড়ুন… Ranji Trophy 2024-25: মুম্বইয়ের শেষ লিগ ম্যাচে খেলবেন না রোহিত, যশস্বী ও শ্রেয়স
স্টিভ স্মিথ বলেন, ‘নির্বাচকরা ভারতীয় দলের বিরুদ্ধে তাঁর (হেডের) পারফরম্যান্স পছন্দ করেছেন। নতুন বলে তিনি দ্রুত রান করেছিলেন এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। এখানেও একই পরিকল্পনা অনুসরণ করা হবে।’ এ দিকে, এখন ফাঁকা হয়ে যাওয়া ৫ নম্বর পজিশনে স্যাম কনস্টাস সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন স্টিভ স্মিথ।
আরও পড়ুন… কীভাবে টিম ইন্ডিয়ার নেতৃত্ব ফিরে পাবেন হার্দিক? পান্ডিয়াকে রাস্তা দেখালেন সঞ্জয় মঞ্জরেকর
অজি অধিনায়ক আরও বলেন, ‘সে যদি না খেলে, তবে প্রচুর অনুশীলনের সুযোগ পাবে, এটা তার উন্নতির জন্য দারুণ হবে।’ কনস্টাস সম্পর্কে স্মিথ আরও বলেন, ‘সে খেলুক বা না খেলুক, এই অভিজ্ঞতা তার জন্য দারুণ হবে। এখানে সে অনেক কিছু শিখতে পারবে।’
এখন ৫ নম্বর পজিশনের অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নাথান ম্যাকসুইনি, যিনি বর্ডার গাভাসকর ট্রফিতে ওপেনার হিসেবে কঠিন সময় কাটিয়েছিলেন এবং তিন ম্যাচের পর দল থেকে বাদ পড়েন। তবে শ্রীলঙ্কা সফরের জন্য তাঁকে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে। এছাড়া, টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জোশ ইংলিসকেও বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।