শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত শতরানের মাধ্যমে ফর্মে ফিরলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। বুধবার, ২৯ জানুয়ারি গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই সকলকে অবাক করলেন উসমান খোয়াজা। দ্বিতীয় সেশনে তিনি তার ১৬তম টেস্ট শতরান পূর্ণ করেন, শেষ করেন ১৯ মাসের অপেক্ষা, যখন তিনি তিন অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হচ্ছিলেন। এর আগে তিনি শেষবার শতরান করেছিলেন অ্যাশেজ ২০২৩-এর প্রথম টেস্টে এজবাস্টনে।
এই অসাধারণ সেঞ্চুরির ফলে, তিনি শ্রীলঙ্কার মাটিতে শতরান করা ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেনার হলেন। খোয়াজা ইনিংসের শুরুতে সতর্ক ছিলেন, প্রথম ১৫ বলে মাত্র ৩ রান করেন এবং ইনিংসের গতি পেতে পঞ্চম ওভারে অসিথা ফার্নান্ডোর বিরুদ্ধে একটি বাউন্ডারি হাঁকান। তার ওপেনিং পার্টনার ট্র্যাভিস হেড শ্রীলঙ্কার বোলারদের উপর চড়াও হলে, খোয়াজাও গতি বাড়িয়ে শ্রীলঙ্কা বোলারদের বিরুদ্ধে চার ও একটি ছক্কা হাঁকাতে থাকেন।
আরও পড়ুন … নিজের কিট ব্যাগ কাউকে বহন করতে দিলেন না বিরাট: পুরনো কোহলিকে খুঁজে পেলেন দিল্লি দলের ম্যানেজার
দলের রান যখন ৯২ তখন আউট হন ট্র্যাভিস হেড। এর পর, খোয়াজা এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন এবং প্রভাত জয়সূর্যের বলে সিঙ্গেল নিয়ে ৭১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। ৫৪ রানে থাকা অবস্থায় শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা স্লিপে তার ক্যাচ ফেলেছিলেন, যা শ্রীলঙ্কার জন্য বড় সুযোগ হাতছাড়া বলা যেতেই পারে।
স্মিথ ও খোয়াজা ১০০ রানের জুটি গড়েন
শ্রীলঙ্কাকে তাদের ভুলের জন্য মূল্য দিতে বাধ্য করেন খোয়াজা। তিনি স্টিভ স্মিথের সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন। দ্বিতীয় সেশনে স্মিথ আক্রমণাত্মক ব্যাটিং করেন, আর খোয়াজা এক প্রান্ত ধরে রেখে স্ট্রাইক রোটেট করেন এবং মাঝে মাঝে বাউন্ডারি খুঁজে নেন। শেষ পর্যন্ত, অসিথা ফার্নান্ডোকে ফাইন লেগের দিকে ফ্লিক করে ১৩৫ বলে নিজের শতরান পূর্ণ করেন খোয়াজা।
আরও পড়ুন … ভিডিয়ো: জসপ্রীত বুমরাহ তো বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের মতো: কেন এমন বললেন সঞ্জয় মঞ্জরেকর?
স্মিথও মাত্র ৫৭ বলে তার অর্ধশতক পূর্ণ করেন, শ্রীলঙ্কার বোলারদের চাপে ফেলে দেন। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১২৬ রানের অপরাজিত জুটি গড়েন। ফলে চায়ের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৬১/২। খোয়াজা ১১৯* এবং স্মিথ ৬৪* রানে অপরাজিত থাকেন। এরপরে দিনের খেলা শেষ হওয়ার সময়ে উসমান খোয়াজা ২১০ বলে ১৪৭ রান করে অপরাজিত তাকেন। স্টিভ স্মিথ দিনের শেষে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন। দিনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৩৩০ রান করেছেন।
আরও পড়ুন … টাকা পাচ্ছেন না বিদেশিরা, BPL-এর সমস্যা সমাধান করতে এগিয়ে এল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
এদিন শতরান করার ফলে অনন্য নজির গড়েছেন উসমান খোয়াজা-
শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি বয়সের টেস্ট শতরানকারী হয়েছেন উসমান খোয়াজা-
৩৮ বছর ৪২ দিন - উসমান খোয়াজা, গলে, ২০২৫
৩৭ বছর ২১৫ দিন - ইউনিস খান, পাল্লেকেলে, ২০১৫
৩৭ বছর ৯৩ দিন - সচিন তেন্ডুলকর, কলম্বো, ২০১০
৩৭ বছর ৪৩ দিন - অ্যালান বর্ডার, মোরাতুয়া, ১৯৯২