গলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তন আনতে পারে অস্ট্রেলিয়া। এর কারণ হল এই ম্যাচে উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়া টিম। ট্র্যাভিস হেড জানিয়েছেন, দল আলোচনা করছে এমন একটি কৌশল নিয়ে, যেখানে প্রথম ইনিংসের ব্যাটিং অর্ডার ও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অর্ডার আলাদা হতে পারে। এটি যদি টিম অস্ট্রেলিয়া করে দেখায় তাহলে টেস্ট ক্রিকেটে এটি বিরল ঘটনা হিসাবে দেখা হবে। কারণ এর আগে এমন ঘটনা কখনও দেখা যায়নি। আসলে উপমহাদেশের কঠিন স্পিনিং পিচে সাফল্য পেতে এমন কৌশলের কথাই ভাবছে অস্ট্রেলিয়া।
গলে ২০২২ সালে হওয়া সিরিজে দেখা গিয়েছিল প্রথম টেস্টের উইকেট শুরু থেকেই স্পিনিং পিচ ছিল এবং সেখানে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয় পায়। তবে পরবর্তী ম্যাচে উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক হয়ে গেলে শ্রীলঙ্কা ৫৫৪ রান করে ইনিংস ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এবারও উইকেটের আচরণ কেমন হবে, তা নিয়ে টিম অস্ট্রেলিয়া নিশ্চিত নয়। তাই টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং লাইনআপ পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে। এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ফ্লেক্সিবল ব্যাটিং অর্ডারের সম্ভাবনা
ট্র্যাভিস হেড বলেছেন, ‘পরিকল্পনা হল নমনীয় থাকা, যাতে আমরা টেস্ট ম্যাচ জিততে পারি। যদি প্রথম ইনিংসে এক ধরনের ব্যাটিং অর্ডার রাখা হয়, তাহলে দ্বিতীয় ইনিংসে কন্ডিশন অনুযায়ী পরিবর্তন কেন নয়?’ তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা দেখেছি, খেলোয়াড়রা এখন নতুন কৌশলে মানিয়ে নিচ্ছে। উদাহরণস্বরূপ, স্যাম কনস্টাস বক্সিং ডে টেস্টের প্রথম সেশনে রিভার্স ল্যাপ খেলেছিল। তাহলে নতুন কিছু চেষ্টা করাটা দোষের কী?’
দলে স্টিভ স্মিথের নেতৃত্বে বেশ কয়েকজন উপমহাদেশে খেলার অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছেন, যারা শ্রীলঙ্কার স্পিন আক্রমণের (বিশেষ করে প্রভাত জয়সূরিয়া) মোকাবিলা করতে প্রস্তুত। ফলে অপ্রচলিত কৌশল প্রয়োগ করতেও তারা প্রস্তুত।
আরও পড়ুন… ভিডিয়ো: Australian Open 2025-র পুরস্কার মঞ্চে প্রাক্তন বান্ধবীদের নাম নিয়ে জেরেভকে বিদ্রুপ
টেস্ট ব্যাটিং অর্ডারে সম্ভাব্য পরিবর্তন
ট্র্যাভিস হেডের ওপেনিংয়ে নামার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ ২০২৩ সালে ভারতে ডেভিড ওয়ার্নারের চোটের কারণে তাকে ওপেন করতে হয়েছিল। ওই সিরিজের আগে উপমহাদেশে তার ব্যাটিং গড় খুব একটা ভালো ছিল না, তবে ভারতে ৪৩, ৯, ৪৯, ৩২, ৯০ রান করে তিনি তার সামর্থ্য দেখিয়েছেন। এটি আবারও প্রমাণ করেছে যে কঠিন কন্ডিশনে নমনীয় কৌশল কাজ করতে পারে।
ট্র্যাভিস হেড বলেন, ‘ভারত সফরটা আমার জন্য ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল। আমি যদি সেখানে ব্যর্থ হতাম, তাহলে হয়তো এরপর আর কখনও উপমহাদেশ সফরের সুযোগ পেতাম না। তবে আমি নিজেকে চাপমুক্ত রেখেছিলাম এবং ফলাফল ভালো এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমি এখন আর কোথায় ব্যাটিং করব তা নিয়ে চিন্তা করি না। বরং দল যেখানে চাইবে, সেখানেই খেলতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজ সূচি
প্রথম টেস্ট: ২৯ জানুয়ারি – ২ ফেব্রুয়ারি, গলে
দ্বিতীয় টেস্ট: ৬ – ১০ ফেব্রুয়ারি, গলে
প্রথম ওয়ানডে: ১২ ফেব্রুয়ারি, কলম্বো
দ্বিতীয় ওয়ানডে: ১৪ ফেব্রুয়ারি, কলম্বো (৩.৩০ PM AEDT)
অস্ট্রেলিয়ার টেস্ট দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ট্র্যাভিস হেড (সহ-অধিনায়ক), জোশ ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুনেমান, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, নাথান ম্যাক্সউইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বো ওয়েবস্টার