সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে ১৩৫ থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ২১৪ রান করেছিল। এবং অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে অল-আউট করে ম্যাচ জিতেছিল চরিথ আসালঙ্কারা। এবার সিরিজের দ্বিতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচেও অজিদের তথৈবচ দশা করে ছেড়েছে লঙ্কা ব্রিগেড। অস্ট্রেলিয়াকে ১০৭ রানে অলআউট করে ১৭৪ রানে ম্যাচ পকেটে পুড়ে নিয়েছে শ্রীলঙ্কা।
আর পরপর দুই ম্যাচ হেরে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, ‘এই শেষ দুই ম্যাচে আমরা একেবারে উড়ে গিয়েছি। আমরা এই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু খেলোয়াড় ব্যবহার করেছি। আমরা আসলে সামনের দিকে তাকাতে চাইছে। তবে নিঃসন্দেহে সব কৃতিত্ব শ্রীলঙ্কার। এই সিরিজে ওরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওদের বোলাররা অসাধারণ ভাবে ভালো খেলেছে। এই উইকেটে এটি ভালোভাবে স্কিড করেছে এবং জিনিসগুলোকে কঠিন করে তুলেছে। এখানে শ্রীলঙ্কায় একটি মজার সময় কেটেছে, কিছু দুর্দান্ত স্মৃতি রয়েছে। আমরা ওদের আতিথেয়তার প্রশংসা করছি এবং কিছু ভালো ক্রিকেটের অংশ হতে পেরে আনন্দিত।’
আরও পড়ুন: ২৭টি ব্যাগ নিয়ে অজি সফরে গিয়েছিলেন তারকা, নড়ে যায় BCCI- রিপোর্ট
শুক্রবার শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে বড়সড় ইনিংস গড়ে তোলে। তবে জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কোনও রকমে ১০০ টপকেই অল-আউট হয়ে যায়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন একটা দলের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয় অজিদের, যারা চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনই করতে পারেনি।
আরও পড়ুন: গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে থাকতে হচ্ছে আলাদা হোটেলে, টিম হোটেলে তাঁরও নো এন্ট্রি- রিপোর্ট
এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দাপুটে শতরান করেন কুশল মেন্ডিস। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন। হাফ-সেঞ্চুরি করেন নিশান মদুষ্কা ও ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা।
আরও পড়ুন: জিও, স্টার মিলে যাওয়ায় কপাল পুড়ল ক্রিকেট ভক্তদের, গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে হবে IPL 2025
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৪.২ ওভারে ১০৭ রানে অল-আউট হয়ে যায়। ১৭৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে তারা। উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার এটাই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি ২৯ রান করেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ। ৩৪ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২৭ বলে ২২ রান করেন জোশ ইংলিস। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৪টি উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। ২৩ রানে ৩টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৩ রানে ৩টি উইকেট নেন অসিথা ফার্নান্ডোও।