শুভব্রত মুখার্জি:- শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে ৩-০ ফলে জিতেছে ভারতীয় দল। নয়া হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেই শুরু হয়েছিল কোচ গৌতম গম্ভীরের অভিযান। এবার পালা ওয়ানডে সিরিজের। শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকলেন সকলে। ম্যাচের গতি প্রকৃতি প্রতি মুহূর্তে বদলাল পেন্ডুলামের মতন। কখনও শ্রীলঙ্কা ম্যাচে এগিয়ে গেল আবার কখনও এগোল ভারত। দোদুল্যমানতায় ভরা ম্যাচটি শেষ মুহূর্তে টাই হয়ে গেল। অর্থাৎ ম্যাচে জয় পেল না কোন পক্ষ। ১২ বছর বাদে ওয়ানডে ফর্ম্যাটে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে ফের এই ঘটনা ঘটল।
আরও পড়ুন… ভিডিয়ো: সোনা জেতার পরেই অলিম্পিক্সের মঞ্চে বিয়ের প্রস্তাব পেলেন চিনা শাটলার হুয়াং ইয়াকিওং
প্রসঙ্গত ওয়ানডে ফর্ম্যাটে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে লড়াইয়ের যে ইতিহাস রয়েছে তাতে দ্বিতীয়বার এই ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ঘটেছিল এই ঘটনা। অ্যাডিলেড ওভালে সিবি সিরিজে সেবার টাই হয়েছিল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ। আর এদিন ১২ বছর বাদে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কলম্বোর মাঠে এদিনও টাই হল ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ। দুই দল আটকে গেল ২৩০ রানে। ভারত ১৩ বল বাকি থাকতে অল আউট হয়ে গেল। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে করেছিল ২৩০ রান।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা দল। তাদেরও হেড কোচ পদে পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সনথ জয়সূর্য। তাঁর অধীনে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমে শ্রীলঙ্কা নিজেদের নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে করে ২৩০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন দুনিথ ওয়েলালাগে। তিনি এদিন ৬৭ রান করে অপরাজিত থেকে গিয়েছেন। ওপেনার পাথুম নিশঙ্কা করেছেন ৫৬ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল অল আউট হয়ে যায় ২৩০ রানে। অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা করেছেন ৫৮ রান। বিরাট কোহলি ২৪, শ্রেয়স আইয়ার ২৩, কেএল রাহুল ৩১, অক্ষর প্যাটেল ৩৩ এবং শিবম দুবে ২৫ রান করেছেন। ম্যাচে যখন জয়ের জন্য ভারতের ১৫ বলে ১ রান দরকার ছিল। সেই সময়েই শ্রীলঙ্কার হয়ে বল করতে এসে পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে দলের হয়ে ম্যাচটি টই করেন অধিনায়ক চরিথ আসালঙ্কা।