শুভব্রত মুখার্জি: ভারতের বিরুদ্ধে নিজেদের দেশের মাটিতে টি-২০ সিরিজের ট্রফি ইতিমধ্যেই হেরে গিয়েছে শ্রীলঙ্কা দল। নিজেদের চেনা পরিচিত পরিবেশে টি-২০ বিশ্বকাপ জয়ীদের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। তাদের পরবর্তী লক্ষ্য ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই ফর্ম্যাটেও জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে চরিথ আসালঙ্কাকে। ফলে সাদা বলের ফর্ম্যাটে দুই বিভাগেই (ওয়ানডে এবং টি-২০) লঙ্কানদের অধিনায়কত্ব পেলেন চরিথ আসালঙ্কা। দলে ফিরলেন জনিথ লিয়ানাগে এবং চামিকা করুনারত্নেও। প্রথম বারের জন্য এই ফর্ম্যাটে ডাক পেলেন নিশান মদুষ্কা।
প্রসঙ্গত, লঙ্কানদের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে। টি-২০-এর পরে ৫০ ওভারের ক্রিকেটেও জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন চরিথ আসালঙ্কা। ২৭ বছর বয়সী আসালঙ্কাকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। উল্লেখ্য, গত টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেন্ডিসকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা বেশ চমকপ্রদ। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা আট ওয়ানডে ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে। তাঁর অধিনায়কত্বে ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবোয়ের বিপক্ষে টানা ৫ ম্যাচ জেতে শ্রীলঙ্কা। এর পর বাংলাদেশ সফরে ১-২ ব্যবধানে সিরিজ হারে শ্রীলঙ্কা। তার পরেই অধিনায়ক মেন্ডিসকে সরানোর কথা ভাবা হয়েছিল। কলম্বোয় ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে খেলবে যথাক্রমে ২, ৪ এবং ৭ অগস্ট।
১৬ জনের দলে জায়গা দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার চামিকা করুণারত্নেকে। এছাড়াও জায়গা পেয়েছেন জনিথ লিয়ানাগে এবং নিশান মদুষ্কা। লিয়ানাগে জাতীয় দলের হয়ে এর আগে খেলেছেন ৯ টি ওডিআই ম্যাচ। মদুষ্কা খেলেছেন ৮টি টেস্টে।
আসুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দল: চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সমরাবিক্রমে, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, নিশান মদুষ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়, দিলশান মদুশঙ্কা, মাথিশা পাথিরানা এবং অসিথা ফার্নান্ডো।