Sri Lanka announced a 16-member squad for the India T20I series: তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ শুরু হবে ২৭ জুলাই থেকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি। শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক চরিথ আসালঙ্কা।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে পাল্লেকালে। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলকে এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজও খেলতে হবে, যেটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের পরপরই খেলা হবে।
আরও পড়ুন… ভিডিয়ো: ‘জাদুকি ঝাপ্পি’! মিটে গেল সব ঝামেলা! হার্দিক-সূর্যের বিতর্কে জল ঢেলে দিল BCCI
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কার দল ঘোষণা করা হয়েছে-
চরিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশঙ্কা, কুশল জানিথ পেরেরা, আবিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দীনেশ চণ্ডীমল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, চামিন্দু বিক্রমাসিংহে, মাথিসা পথিরানা, নুয়ান থুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো
আরও পড়ুন… ভিডিয়ো: ‘জাদুকি ঝাপ্পি’! মিটে গেল সব ঝামেলা! হার্দিক-সূর্যের বিতর্কে জল ঢেলে দিল BCCI
শ্রীলঙ্কা দল ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে লিগ রাউন্ড থেকে বাদ পড়েছিল, তারপরে অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা তার পদ থেকে সরে দাঁড়ান। যেখানে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শিরোপা জেতার পরে এই ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করেছিলেন। এমন পরিস্থিতিতে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক খুঁজছিল দুই দলই। ভারত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকুমার যাদবকে পছন্দ করেছে।
আরও পড়ুন… ভিডিয়ো: কেঁদেই ফেললেন লিয়েন্ডার পেজ ও বিজয় অমৃতরাজ! আন্তর্জাতিক টেনিস ‘হল অফ ফেম’-এ দুই তারকা
শ্রীলঙ্কা দলে বড় কিছু পরিবর্তন দেখা গিয়েছে। ১৬ সদস্যের দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং ধনঞ্জয় ডি সিলভা। অন্যদিকে দলে ফিরেছেন সিনিয়র খেলোয়াড় দীনেশ চণ্ডীমল ও কুশল জানিথ পেরেরা। সাদিরা সমরাবিক্রমে এবং দিলশান মদুশঙ্কাকেও দলে রাখা হয়নি। অন্যদিকে চামিন্দু বিক্রমাসিংহে, বিনুরা ফার্নান্ডো এবং আবিষ্কা ফার্নান্ডোকে দলে রাখা হয়েছে। সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে চরিথ আসালঙ্কার সর্বোচ্চ রান ছিল। যেখানে কুশল পেরেরা ১৬৯ স্ট্রাইক রেটে ২৯৬ রান করেছিলেন।