শুভব্রত মুখার্জি: গত ওয়ানডে বিশ্বকাপের খারাপ পারফরম্যান্স এখন অতীত। সবকিছু ভুলে ফের নতুন করে ঢেলে সাজানো হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা তাদের প্রথম সিরিজ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। আর সেই সিরিজের ওয়ানডে ফর্ম্যাটের দল ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা বোর্ডের তরফে। ওডিআই বিশ্বকাপের দলে একাধিক পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ সহ আট জন ক্রিকেটার। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার তিন ফর্ম্যাটে তিন আলাদা আলাদা অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে।
ব্যাটিং অলরাউন্ডার ৩২ বছর বয়সি ধনঞ্জয় ডি'সিলভা দেশকে নেতৃত্ব দেবেন টেস্ট ফর্ম্যাটে। অন্যদিকে ওয়ানডে ফর্ম্যাটে ২৮ বছর বয়সি কুশল মেন্ডিস নেতৃত্ব দেবেন ওয়ানডেতে। আর টি-২০ ফর্ম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সি ওয়ানিন্দু হাসারাঙ্গা।
চোট কাটিয়ে দলে ফিরলেন দাসুন শানাকা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই বছরের বেশি সময় পর সুযোগ পেলেন আকিলা ধনঞ্জয়া। শ্রীলঙ্কার নতুন প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা বুধবার জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন। ১৭ জনের দলে বিশ্বকাপের যে দল ছিল তার থেকে অনেক বেশি পরিবর্তন করা হয়েছে। প্রায় ৮ জন ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হয়েছে। শানাকা, হাসারাঙ্গা, আকিলা ছাড়াও দলে ফিরেছেন আবিষ্কা ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, প্রমোদ মাদুশান, জানিথ লিয়ানাগে, নুয়ানিন্দু ফার্নান্দো ও সেহান আরাচিগে। বাদ পড়েছেন দিমুথ করুনারাত্নে, কুসল পেরেরা, ধনঞ্জয়া ডি'সিলভা, দুশান হেমন্ত, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা এবং কাসুন রাজিথা। এছাড়াও বিশ্বকাপ টুর্নামেন্টের মাঝপথে যোগ দেওয়া চামিকা করুনারাত্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজকেও বাদ দেওয়া হয়েছে এই সিরিজে। হাসারাঙ্গাকে স্কোয়াডে রাখা হলেও তার ফেরা নির্ভর করছে ফিটনেসের ওপর। হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপূরি সেরে ওঠেননি তিনি। কলম্বোয় আগামী শনিবার শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ তারিখ অনুষ্ঠিত হবে।
∆ ওয়ানডেতে শ্রীলঙ্কা স্কোয়াড:
কুশল মেন্ডিস (অধিনায়ক), চরিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), আবিষ্কা ফার্নান্দো, সাদিরা সমরবিক্রমে, সেহানা আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, জানিথ লিয়ানাগে, মাহিশ থিকশানা, দিলশান মদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রমোদ মাদুশান, জেফ্রি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জায়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা (ফিট থাকলে তবেই খেলবেন)।