চিন্নাস্বামীতে রেকর্ড রানের ইনিংস গড়েও কষ্ট করে জয় হরমনপ্রীত কৌরদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শেষ ওভারের থ্রিলারে বাজিমাত করে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রায় হারা ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজ পকেটে পোরে ভারত।
চিন্নাস্বামীতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সৌজন্যে স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীত কৌরের জোড়া শতরান।
ভারত ঘরের মাঠে এই প্রথমবার ওয়ান ডে ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকায়। সুতরাং, নিজেদের দেশে এটিই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব থেকে বেশি রানের দলগত ওয়ান ডে ইনিংস। এর আগে ২০০৪ সালে ধানবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ উইকেটে ২৯৮ রান তুলেছিল ভারত। এতদিন সেটিই ছিল রেকর্ড।
যদিও সার্বিকভাবে ওয়ান ডে ক্রিকেটে এটি ভারতীয় মহিলা ক্রিকেট দলের তৃতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে ৩৫৮ রান তোলে ভারত। পরে ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া।
বুধবার বেঙ্গালুরুতে স্মৃতি মন্ধনা ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৪৬ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১০৩টি বল খেলে। শেষমেশ ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন স্মৃতি। মারেন ১৮টি চার ও ২টি ছক্কা। উল্লেখযোগ্য বিষয় হল, গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। সুতরাং, পরপর ২টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করলেন মন্ধনা।
দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত কৌর ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ৮৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ভারতীয় ব্যাটারের করা দ্রুততম শতরান। এর আগে সব থেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড ছিল হরমনপ্রীতের নামেই। ২০১৭ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯০ বলে শতরান করেন। হরমনপ্রীত এদিন ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ১০৩ রান করে নট-আউট থাকেন।
এছাড়া এই ম্যাচে শেফালি বর্মা ২০ ও দয়ালান হেমলতা ২৪ রান করে আউট হন। রিচা ঘোষ ২৫ রান করে নট-আউট থাকেন। দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ৫১ রানে ২টি উইকেট দখল করেন। ৬৭ রানে ১টি উইকেট নেন মাসাবাতা ক্লাস।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রানে আটকে যায়। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে তারা।
আরও পড়ুন:- WODI-তে ভারতের হয়ে সব থেকে বেশি সেঞ্চুরি, মিতালি রাজের রেকর্ড ছুঁলেন মন্ধনা
উল্লেখযোগ্য বিষয় হল, রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার এটিই সব থেকে বড় দলগত ইনিংস। তা সত্ত্বেও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ ওভারে জয়ের জন্য ১১ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। শেষ বলে জিততে ৫ রান প্রয়োজন ছিল তাদের। তবে শেষ ওভারে ৬ রানের বেশি সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
দাপুটে শতরান করেন মারিজান কাপ ও লরা উলভার্ট। মারিজান ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১১৪ রান করে আউট হন। উলভার্ট ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩৫ বলে ১৩৫ রান করে নট-আউট থাকেন।
ভারতের হয়ে ২টি করে উইকেট নেন পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা। ১টি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ও স্মৃতি মন্ধনা। ম্যাচের সেরা হন হরমনপ্রীত কৌর।