আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার হওয়ার দৌড়ে ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা। ভারতীয় দলের সহ অধিনায়ককেই আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হিসেবে মনোনীত করা হল। চলতি বছরে তেমন কোনও দলগত বড় সাফল্য না পেলেও স্মৃতি মন্ধনার বছরটা বেশ ভালোই গেছে। তিনি এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান তো করেছেনই, ওডিআইতেও ছিলেন চূড়ান্ত ছন্দে।
আরও পড়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’! কোন রহস্য ফাঁস অশ্বিনের
ভারতীয় মহিলা দলের পারফরমেন্স তেমন নয়-
ভারতীয় দলের অবশ্য দলগত সাফল্য এবছরে তেমন নেই। ২০২৪ সালে এশিয়া কাপ ফাইনালে সকলেই ফেভারিট হিসেবেই ধরেছিল ভারতীয় দলকে। কিন্তু ফাইনালে গিয়ে চোক করে হরমনপ্রীত কৌরের দল। এরপর মরুদেশে ভারতীয় মহিলা দল খেলতে গেছিল টি২০ বিশ্বকাপ, সেখানেও এক রাশ লজ্জার শিকার হয় ভারতীয় দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাঁদের।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট খোয়াজা
আইসিসির বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের মনোনয়ন পেলেন স্মৃতি-
ভারতীয় দলের মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনা অবশ্য দ্বিপাক্ষিক সিরিজগুলোয় ২০২৪ সালে বেশ ভালোই পারফরমেন্স দেখিয়েছিলেন। সেই সুবাদেই তাঁকে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের দৌড়ে মনোনীত করা হল। তাঁর সঙ্গেই রয়েছেন দঃ আফ্রিকা মহিলা দলের অধিনায়ক তথা ব্যাটার লরা উলভার্ট, এছাড়াও রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়াক চামারি আতাপাত্তু এবং অস্ট্রেলিয়া অ্যানা সাদার্ল্যান্ড।
বছরে চারটি শতরান স্মৃতির-
দঃ আফ্রিকার বিরুদ্ধে জুন মাসে জোড়া শতরান ছিল স্মৃতি মন্ধনার। সেই সিরিজে তিন ম্যাচে ৩৪৩ রান করে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন স্মৃতি। এরপর চলতি বছরে আরও দুটি শতরান করেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের শেষ ম্যাচে স্মৃতি আরও একটি শতরান করেন। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের চতুর্থ শতরানটা করেন স্মৃতি মন্ধনা,যদিও তাঁর দল হেরেছিল সিরিজ।
লড়াইয়ে উলভার্ট-সাদারল্যান্ড-
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া শতরানের পর ভারতের বিপক্ষেও শতরান করেন। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধেও ডিসেম্বরে ভালো পারফর্ম করেন তিনি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানা সাদার্ল্যান্ড ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক শতরান করেন। ভারতের বিপক্ষে সিরিজের সেরা ক্রিকেটারও হন।
নজর কেড়েছেন চামারি আতাপাত্তুও-
এদিকে শ্রীলঙ্কার আতাপাত্তু চলতি বছরের এপ্রিলেই ওডিআইতে অভিষেক করেন। এরপরই সাউফ আফ্রিকার বিরুদ্ধে ৫১ রান এবং ১৯৫ রানের ইনিংস খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও শ্রীলঙ্কার এই ক্রিকেটার সিরিজে ১৩০ রান করার পাশাপাশি চার উইকেটও তুলে নিয়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআইতেও ৪৮ রানের পাশাপাশি তিনটি উইকেট নেন তিনি।