আন্তর্জাতিক ক্রিকেটে মিয়মিত নয়, তবে বেশ কয়েকবার বল হাতে নিয়েছেন বিরাট কোহলি। টেস্টে কোনও উইকেট পাননি। যদিও ওয়ান ডে ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেট রয়েছে বিরাটের। কোহলিকে বল করতে দেখা ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি মনোরঞ্জনের সন্দেহ নেই।
বুধবার ঠিক এরকমই একটি ছবি দেখা যায় মেয়েদের ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর প্রথম পাওয়ার প্লে-র কিছুক্ষণ পরেই বল করতে ডাকেন স্মৃতি মন্ধনাকে।
উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনও বল করেননি মন্ধনা। সুতরাং, জীবনে প্রথমবার দেশের জার্সিতে বল করার সুযোগ পান তারকা ব্যাটার। চমকপ্রদ বিষয় হল, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন মন্ধনা। তাও কোনও টেল এন্ডারের নয়, বরং দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার সুন লাসকে সাজঘরে ফেরান স্মৃতি।
১৪.৩ ওভারে স্মৃতি মন্ধনার বলে উইকেটকিপার রিচা ঘোষের দস্তানায় ধরা পড়েন সুন লাস। পরে ১৭তম ওভারে পুনরায় বল করতে আসেন তিনি। তবে আর কোনও উইকেট পাননি। ম্যাচে ২ ওভার বল করে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন মন্ধনা।
বুুধবার চিন্নাস্বামীতে স্মৃতি মন্ধনার বোলিং যতটা না মনে ধরেছে ক্রিকেটপ্রেমীদের, তার থেকেও বেশি আপ্লুত করেছে তাঁর বোলিং অ্যাকশন। স্মৃতি মন্ধনার বোলিং অ্যাকশন হুবহু বিরাট কোহলির মতো মনে হয়েছে নেটিজেনদের। বিশেষ করে আরসিবির সমর্থকরা উচ্ছ্বসিত তাদের দলের দুই ক্রিকটারের বোলিং অ্যাকশনের এমন মিল দেখে।
ম্যাচে শুধু বল হাতে সাফল্য পান মন্ধনা, এমনটা নয় মোটেও। বরং দুর্দান্ত শতরানে ভারতের জয়ের ভিত গড়ে গেন তিনি। স্মৃতি মন্ধনা ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ৪৬ বলে। তিনি শতরানের গণ্ডি টপকান ১০৩টি বল খেলে। শেষমেশ ১২০ বলে ১৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন স্মৃতি। মারেন ১৮টি চার ও ২টি ছক্কা।
গত রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেন মন্ধনা। সেই ম্যাচে তিনি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৭ বলে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। সুতরাং, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের পরপর ২টি ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেন মন্ধনা।
ভারত দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ জেতে ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩২৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। মন্ধনার শতরান ছাড়া ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ১০৩ রান করে নট-আউট থাকেন।
পালটা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩২১ রানে আটকে যায়। দক্ষিণ আফ্রিকার হয়ে দাপুটে শতরান করেন মারিজান কাপ ও লরা উলভার্ট। মারিজান ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১১৪ রান করে আউট হন। উলভার্ট ১২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৩৫ বলে ১৩৫ রান করে নট-আউট থাকেন।