শুভব্রত মুখার্জি:- পুরুষদের টি-২০ বিশ্বকাপের আবহেই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা দল। রবিবার বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা দল। এই ম্যাচে ১৪৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল।ম্যাচে ভারতের হয়ে দুরন্ত ব্যাট করেছেন সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা।অনবদ্য একটি শতরান করেন তিনি। ঘরের মাটিতে এটাই তাঁর প্রথম শতরান। স্বাভাবিকভাবেই এই শতরান করে তিনি উচ্ছ্বসিত। পাশাপাশি ঘরের মাঠে ভবিষ্যতে যে তিনি আরো শতরান করবেন সেই আশাও প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন- ভিডিয়ো-KKR-কে চ্যাম্পিয়ন করবে বলে রাজনীতি ছেড়েছেন গম্ভীর! বড় দাবি নাইট তারকার
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই ইনিংস এবং ম্যাচ নিয়ে বলতে গিয়ে স্মৃতি মন্ধনা জানিয়েছেন ‘ শেষ ৪-৫ দিন আমার জন্য খুব পাগলাটে সময় কেটেছে। আমি এর আগে যতবার ঘরের মাঠে ওয়ানডেতে খেলেছি ওই ৭০-৮০ রান করে আউট হয়ে গিয়েছি। বলা যায় নিজের উইকেটটা ছুঁড়ে দিয়ে এসেছি এর আগে অনেকবার। আজকের উইকেটটায় ব্যাটিং করাটা খুব বেশি সহজ ছিল না। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ঘরের মাঠে আমি শতরান করতে পেরেছি। আমি আশা করব আরো বেশি শতরান আমি করতে পারব ঘরের মাটিতে। এই ধারাটা আমি বজায় রাখতে পারব।’
আরও পড়ুন-ওপেনিং করাতে গিয়ে ব্যর্থ বিরাট, সুপার হিট পন্ত!কেন এমন সিদ্ধান্ত, জানালেন বিক্রম রাঠোর
তিনি আরও যোগ করেন ' আমি মনে করি দীপ্তি (শর্মা) এবং পূজার (ভস্ট্রকার) সঙ্গে আমাদের পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবাই জানি ব্যাট হাতে দীপ্তি বেশ ভালো খেলতে পারে। আমরা জানতাম এরপর পূজা ব্যাট করতে আসবে। পূজা বলটা ভালোই মারতে জানে। ফলে আমাদের সেই আত্মবিশ্বাসটা ছিল। আর সেই কারণেই কি হবে ভেবে আমি মোটেও চিন্তিত ছিলাম না। আমি ক্রিজে কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিই। কারণ দক্ষিণ আফ্রিকা ওই সময়ে ফিল্ডিংটা ছড়িয়ে দিয়েছিল। ৩০ গজের বাইরে অনেক ফিল্ডারকেই রেখেছিল তারা। ফলে ওই সময়ে আমরা একটা ওভারে ৪-৫-৬ রান করে নিচ্ছিলাম। ফলে ঝুঁকি ছাড়াই আমরা রান করছিলাম। ফলে আমি আর দীপ্তি সিদ্ধান্ত নিই আমাদের একটা ভালো পার্টনারশিপ গড়তে হবে। পরবর্তী ৭-৮ ওভারে আমরা সেটাই করার লক্ষ্য নিই। '
আরও পড়ুন-আরও পড়ুন-২০১১ বিশ্বকাপ থেকে বাদ পড়েই ম্যাগি ম্যান রোহিত, হয়ে ওঠেন হিটম্যান! কীভাবে? বললেন অভিষেক
উল্লেখ্য ভারতের রান একটা সময়ে ছিল ৯৯ রানে পাঁচ উইকেট। এই সময়ে জুটিতে ৮১ রান যোগ করেন মন্ধনা এবং দীপ্তি। দীপ্তি আউট হয়ে যাওয়ার পরে পূজার ভস্ট্রকারের সঙ্গে জুটি বেঁধে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ভারতকে লড়াইয়ের জায়গাতে ফেরান তারা।