ভারতীয় ক্রিকেট দলের দুই নাম্বার ১৮। পুরুষ দলের বিরাট কোহলি, মহিলা দলের স্মৃতি মন্ধনা। এই দুই তারকার সমর্থকদের অত্যন্ত আদরের এবং প্রীয়। দুই ক্রিকেটারই খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল জয়ের দিক থেকে অবশ্য বিরাট কোহলির থেকে একধাপ এগিয়ে রয়েছেন স্মৃতি মন্ধনা, কারণ তিনি মহিলা আইপিএল অর্থার ওমেনস প্রিমিয়র লিগ জিতেছেন এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
এলিসে পেরি, রিচা ঘোষদের নিয়ে আরসিবিকে এনে দিয়েছেন প্রথম ট্রফি জয়ের স্বাদ। সেই স্মৃতি মন্ধনাই এবার জানালেন বিরাট কোহলির ভোকাল টনিকে তাঁর খেলায় কতটা উন্নতি হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক জানিয়েছেন, বিরাট কোহলির মানসিকতাই তিনি নিজের ক্রিকেট খেলার ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন-নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন…
আর কয়েক দিন সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর। সেখানে ভারতীয় দলের সাফল্যের পিছনে বড় ভরসা হতে চলেছেন স্মৃতি মন্ধনা। কয়েক সপ্তাহ আগে দঃ আফ্রিকা সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি ওপেনার। বিরাট কোহলির দেখানো পথেই হেঁটেই ভারতীয় পুরুষদের টি২০ বিশ্বকাপ জয়ের বছরেই মহিলা বিশ্বকাপ ছুঁয়ে দেখতে চান স্মৃতিও।
মহিলা টি২০ বিশ্বকাপের সম্প্রচারকারি সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি মন্ধনাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর পছন্দের ব্যাটার কে, এক মূহূর্ত অপেক্ষা না করেই তিনি নিয়েছিলেন বিরাট কোহলির নাম। এরপর তাঁর কেরিয়ারে বিরাটের অবদান নিয়ে বলতে গিয়ে স্মৃতি বলেছেন, ‘আমার সঙ্গে যখন বিরাট কোহলির দেখা হয়েছিল তখন ওর থেকে জানতে চেয়েছিলাম, খেলার সময় ঠিক কিরকম মানসিকতা রাখে। আমি ওর থেকে ব্যাটিং নিয়ে অনেক কিছু জানতে চেয়েছিলাম। আমার ব্যাটের গ্রিপ নিয়ে সমস্যা ছিল'।
আরও পড়ুন-আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া…
স্মৃতি আরও বলছেন, ' আমি ওর থেকে জানতে চেয়েছিলাম,এত মানুষের প্রত্যাশা তোমায় ঘিরে। যখন খেলতে নামে, তখন মাথার ভিতরে কি চলে? তখন বিরাট কোহলি আমায় বলেছিল, যে ও প্রত্যাশার চাপ নিয়ে ভাবে না, যেটা দলের প্রয়োজন সেটা নিয়েই ভাবে। এই বিষয়টা আমার মধ্যেও হয়ত ছিল, কিন্তু সেটা পারফরমেন্সে প্রতিফলিত হত না। তবে ওর কথা শুনে আমি আরও ভালো মাইন্ডসেটে ছিলাম ’।