আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টসের একটি কৌশল দেখে সকলেই অবাক হয়েচেন। আসলে এবার LSG দলে বেশির ভাগ ক্রিকেটারও বাঁহাতি। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন দলের মেন্টর জাহির খান। আইপিএল ২০২৫-কে সামনে রেখে দলে থাকা অতিরিক্ত বামহাতি ব্যাটসম্যানদের কারণে যে দল কৌশলগত সুবিধা পাবে সেটা মনে করেন জাহির খান।
গত বছরের মেগা নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পর, এখন LSG-এর ব্যাটিং লাইনআপে বামহাতিদের আধিক্য দেখা যাচ্ছে। তাদের স্কোয়াডে পাঁচজন বামহাতি ব্যাটসম্যান রয়েছেন, যার মধ্যে অন্তত তিনজন একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি। ঋষভ পন্ত, নিকোলাস পুরান এবং ডেভিড মিলারকে নিয়ে একটি ভয়ঙ্কর মিডল অর্ডার গঠিত হতে পারে।
আরও পড়ুন… ভারতীয় জার্সিতে লেখা হবে না ‘পাকিস্তান’! Champions Trophy 2025-তে শুরু নতুন বিতর্ক
তবে তিনজন বামহাতি ব্যাটসম্যান একসঙ্গে দলে থাকলে ব্যাটিং লাইনআপ একমুখী হয়ে যেতে পারে, যা প্রতিপক্ষের জন্য সুবিধাজনকও হতে পারে। তবে এই বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না জাহির খান। বরং তিনি এটিকে দলের ‘কৌশলগত সুবিধা’ হিসেবে দেখছেন এবং তিনি বিশ্বাস করেন যে দল সঠিক ভারসাম্য রাখতে পারলে সমস্যার কিছু নেই।
ESPNcricinfo-তে দেওয়া এক সাক্ষাৎকারে জাহির খান বলেছেন, ‘এটি একটি কৌশলগত সুবিধাও হতে পারে। আমরা সেটাই ভাবছি। আমি এখনও গণনা করিনি যে দলে কতজন বামহাতি ব্যাটসম্যান দরকার। তবে যতক্ষণ দল সঠিক ভারসাম্যে রয়েছে, স্কোয়াডে পর্যাপ্ত বিকল্প রয়েছে এবং সব দিক কাভার করা হয়েছে, ততক্ষণ কোনও সমস্যা নেই। আমি আমাদের দলকে শক্তিশালী ইউনিট হিসেবে দেখছি।’
আরও পড়ুন… ভিডিয়ো: মিষ্টি দই থেকে বাংলা ভাষা, ইডেন গার্ডেন্সে পা দিতেই স্মৃতির সাগরে ডুব দিলেন সূর্যকুমার যাদব
আইপিএল ২০২৫ শুরু হতে মাত্র এক মাস বাকি রয়েছে। এই প্রতিযোগিতার আগে LSG নতুন অধিনায়ক হিসেবে ঋষভ পন্তকে ঘোষণা করেছে, যিনি কেএল রাহুলের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা জাহির খান তখন তরুণ ঋষভ পন্তের সঙ্গে কাজ করেছিলেন। তখন পন্ত সদ্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন।
আরও পড়ুন… কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ
প্রাক্তন এই ভারতীয় পেসারের মতে, পন্ত এমন একজন খেলোয়াড় যিনি পুরো দলকে চালিত করতে পারেন এবং LSG-এর নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করতে সক্ষম। জাহির খান যোগ করে বলেছেন, ‘এখন মরশুমে প্রবেশের আগে সঠিক পরিবেশ তৈরি করা এবং দলের সাফল্যের মূল ভিত্তি গড়ে তোলা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই নিশ্চিত করতে চাই, আর সেটা শুরু হচ্ছে পন্তের অধিনায়কত্বের মাধ্যমে। সে পুরো দলকে চালিত করবে যাতে 'ব্র্যান্ড LSG' প্রতিষ্ঠিত হয়। যে ধরনের ক্রিকেট LSG খেলতে চায়, সেটা মাঠে দেখানো সম্ভব হবে।’
আইপিএল ২০২৫ আগামী ২১ মার্চ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শুরু হবে এবং ২৫ মে পর্যন্ত চলবে। এই মরশুমের জন্য অধিনায়ক পরিবর্তন করা দ্বিতীয় দল হল লখনউ সুপার জায়ান্টস, এর আগে পঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেছিল।