বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের বাদ সঞ্জু, চূড়ান্ত কটাক্ষের মুখে রোহিত-আগারকর

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের বাদ সঞ্জু, চূড়ান্ত কটাক্ষের মুখে রোহিত-আগারকর

সঞ্জু স্যামসন। ছবি-পিটিআই (PTI)

ফের ভারতীয় দল থেকে বাদ পড়লেন সঞ্জু। অজিদের বিরুদ্ধে তাঁকে দলে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ভক্তরা।

ভারতীয় ক্রিকেট দলের আরও একটি দল নির্বাচন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে উল্লেখযোগ্য ভাবে তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দলে ফিরে এলেও জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। এমনকী কিছুদিন আগে প্রকাশিত এশিয়ান গেমসের দলেও জায়গা হয়নি এই উইকেট কিপার ব্যাটারের। তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। তাঁর ভক্তরা মনে করছেন ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও সঞ্জুকে কোন দলেই নেওয়া হচ্ছে না।

এশিয়া কাপ জেতার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা‌। তবে তৃতীয় ম্যাচে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে। প্রথম দুই ম্যাচে অধিনায়ক থাকবেন সদ্য চোট সারিয়ে ফিরে আসা কে এল রাহুল। প্রথম দুই ম্যাচে উইকেট কিপার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ইশান কিষান। অধিনায়কত্ব পালন করবেন রাহুল। এছাড়াও দলে নেওয়া হয়েছে রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মাদের।

এই নির্বাচন নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে সঞ্জু স্যামসন নেই কেন। তার ভক্তদের দাবি বারবার একদিনের ক্রিকেট থেকে উপেক্ষিত হচ্ছেন এই প্রতিভাবান ব্যাটার। এশিয়া কাপ বিশ্বকাপ এবং এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ও এশিয়ান গেমস এর দল থেকে বাদ পড়ার পর সঞ্জুর ভক্তরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণা হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী লেখেন, 'আমরা শুধু অনুমান করতে পারি, এশিয়ান গেমস বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বাদ পড়ার পর সঞ্জু স্যামসনের ওপর কি রকম ঝড় বয়ে যাচ্ছে। ৫০ বেশি এভারেজ নিয়েও দল থেকে বাদ পড়তে হচ্ছে তাকে।' অন্য একজন লিখছেন , 'সর্বকালের দুর্ভাগ্যপূর্ণ ক্রিকেটার সঞ্জু স্যামসন।'

সম্প্রতি ইন্ডিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা বলেন, 'সঞ্জু টি-টোয়েন্টিতে অসাধারণ ব্যাটার। ওয়ানডে ক্রিকেটেও ভালো। তবে এই ফরমাটে ওর আরও কিছু রান করা দরকার। তবে রান করবে কোথা থেকে? কেএল রাহুল এবং ইশান কিষান ভালো খেলছে। এই মুহূর্তে দলে সঞ্জুর জায়গা নেই। ওকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।' অনেক প্রাক্তন ক্রিকেটারই সঞ্জুকে না নেওয়া বিরুদ্ধে মুখ খুলেছেন।

বন্ধ করুন