অ্যাডিলেড টেস্টের আগে টিম ইন্ডিয়াতে যোগ দিয়েছেন রোহিত শর্মা। এরপরেই বড় প্রশ্ন উঠেছে। এরপরে রোহিত যদি ওপেন করেন, তাহলে কেএল রাহুল কত নম্বরে ব্যাট করবেন? তবে এই বিষয়ে কেএল রাহুল বলেছেন যে তিনি টিম ইন্ডিয়ার হয়ে কোন নম্বরে ব্যাট করবেন তা তার কাছে বিবেচ্য নয়। রাহুল বলেছেন যে তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি প্লেয়িং ইলেভেনে আছেন। বুধবার সাংবাদিক সম্মেলনে, তিনি বলেছিলেন যে ব্যাটিং অর্ডারে বিভিন্ন নম্বরে ব্যাট করার অভিজ্ঞতা তার পক্ষে কার্যকর হয়েছে এবং এটি তাকে তার খেলা সহজ করতে সহায়তা করেছে।
শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হতে যাওয়া পিঙ্ক বলের টেস্ট ম্যাচে ভারতের ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরেই রাহুলের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে আরও প্রশ্ন। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচে ফিরতে পারেন রোহিত শর্মা ও শুভমন গিল। এমন পরিস্থিতিতে রাহুল পাঁচ নম্বরে ব্যাট করার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনটা হলে প্লেয়িং ইলেভেনে জায়গা পাবেন না ধ্রুব জুরেল।
নিজের ব্য়াটিং পজিশন নিয়ে মুখ খুললেন কেএল রাহুল-
কেএল রাহুল ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অনেক পজিশনে ব্যাট করেছেন। দুটি ওপেনিং স্লট ছাড়াও তিনি ৩, ৪ ও ছয় নম্বরে ব্যাট করেছেন। বুধবারের সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল ব্যাটিং অর্ডারে ঘন ঘন পরিবর্তন কি কোনও খেলোয়াড়কে প্রভাবিত করে?
শুধু একাদশে জায়গা চাই- কেএল রাহুল
এর জবাবে কেএল রাহুল বলেন, ‘আমি শুধু প্লেয়িং ইলেভেনের অংশ হতে চাই। আমার লক্ষ্য মাঠে গিয়ে ব্যাট করা এবং দলের হয়ে খেলা। আমি শুধু মাঠে যাই এবং চেষ্টা করি এবং দেখি একটি বিশেষ পরিস্থিতিতে আপনার কীভাবে ব্যাট করা উচিত। ভাগ্যক্রমে, আমি বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলেছি। এটা মানসিকভাবে একটু চ্যালেঞ্জিং ছিল। প্রথম ২০-২৫ বল কিভাবে খেলবেন? আমি কত দ্রুত আক্রমণাত্মক খেলতে পারি? প্রথম দিকে এটি একটি সমস্যা ছিল, তবে বিভিন্ন ফর্ম্যাটে খেলার পরে অভিজ্ঞতার সঙ্গে বিষয়টি সহজ হয়ে যায়।’
আরও পড়ুন… অ্যাডাম জাম্পার কাছে ক্ষমা চাইল Cricket NSW! শেফিল্ড শিল্ডের ম্যাচে নির্বাচন বিতর্কের অবসান
পার্থ টেস্টে ভালো ব্যাটিং করেছেন কেএল রাহুল। প্রথম ইনিংসে দুর্ভাগ্যজনক হলেও দ্বিতীয় ইনিংসে তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়েন। এটি ছিল অস্ট্রেলিয়ায় প্রথম ভারতীয় ওপেনিং পার্টনারশিপ। কেএল রাহুল আরও জানিয়েছেন যে টিম ম্যানেজমেন্ট তাঁকে অনেক আগেই বলেছিল যে পার্থ টেস্টে তাঁকে ওপেন করতে হতে পারে।
দেখুন কী বললেন কেএল রাহুল-
ওপেন করার কথা আমায় অনেক আগেই বলা হয়েছিল- কেএল রাহুল
কেএল রাহুল বলেন, ‘আমাকে অনেক আগেই বলা হয়েছিল আমি ওপেন করব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজ খেলিনি। এবং আমাকে অনেক আগেই বলা হয়েছিল যে আমি ইনিংস ওপেন করার সুযোগ পেতে পারি। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি। এটি এমন কিছু যা আমি অনেকবার করেছি। তাই আমি জানতাম কীভাবে আমায় রান করতে হবে এবং আমাকে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।’
আরও পড়ুন… উত্তরপ্রদেশ থেকে এসেছি, পরিবারের অধিকাংশ এখনও ওখানেই-হঠাৎ ইন্ডিয়া কানেকশন নিয়ে মুখর পাক প্রাক্তনী
এটাই কেএল রাহুলের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ-
এটাই হবে কেএল রাহুলের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ। রাহুলও জানিয়েছেন কীভাবে তিনি গোলাপি বলে খেলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘এটা হবে আমার প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচ। এটা নিয়ে আমার কোনও অভিজ্ঞতা নেই। অনেক সতীর্থের এই অভিজ্ঞতা আছে। আমি সেই খেলোয়াড়দের সঙ্গে কথা বলছি এবং খুঁজে বের করার চেষ্টা করছি তাদের কী সমস্যা হয়েছে এবং তারা কীভাবে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন। অনুশীলনে, আমি অনুভব করেছি যে আমি যেভাবে বল দেখি তাতে সামান্য পরিবর্তন হয়।’