সৌম্য সরকারের প্রতিভা ও সামর্থ্য নিয়ে কখনও কেউ সন্দেহ প্রকাশ করেনি। তবে বারবার দলে জায়গা পেয়েও তাঁকে বাদ পড়তে হয়েছিল। আন্তর্জাতিক কেরিয়ারে ১০ বছর কাটিয়ে দিলেও এখনও বাংলাদেশ দলে পাকাপাকি জায়গা করতে পারেননি সৌম্য সরকার।
কীভাবে ফিরে এসেছিলেন সৌম্য সরকার
বারবার দলে প্রবেশ আর ছিটকে যাওয়ার আসল কারণটা হল সৌম্য সরকারের ধারাবাহিকতার অভাব। বাংলাদেশের ক্রিকেট থেকে একটা সময়ে প্রায় হারিয়েই গিয়েছিলেন সৌম্য সরকার। একটা সময় তো ঢাকা প্রিমিয়ার লিগের একাদশেও সুযোগ পেতেন না তিনি। চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের কোচ হওয়ার পর তার ‘প্রিয় শিষ্য’ সৌম্যকে আবারও দলে ফিরিয়ে আনেন।
আরও পড়ুন… IND vs AUS 2nd Test: কেমন আছেন বুমরাহ? জসপ্রীতের চোট নিয়ে বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ
ফাইনালে কেমন খেললেন-
এরপর থেকেই অন্য এক সৌম্যকে দেখা যাচ্ছে, যিনি আগের মতোই বিধ্বংসী, ভয়ডরহীন এবং ম্যাচ উইনার। সেই ছবিটা দেখা গেল গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। ৬ ডিসেম্বর শেষ হওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। বাংলাদেশের এই দলটিকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় অবদান রেখেছেন সৌম্য সরকার। ফাইনালে ৫৪ বলে ৭ চার ৫ ছক্কায় খেলেছেন অপরাজিত ৮৬ রানের ইনিংস। পুরো টুর্নামেন্টে করেছেন ১৮৮ রান। এর ফলে ম্যাচ এবং টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে সৌম্য সরকারের হাতে। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক সৌম্য ৫ ইনিংসে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৮ রান। টুর্নামেন্টে দুটি ফিফটিও করেছেন সৌম্য সরকার।
আরও পড়ুন… IND U19 vs BAN U19 Live Streaming: কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম বাংলাদেশের লড়াই
কতগুলো চার-ছক্কা হাঁকালেন-
ওপেনিংয়ে নেমে দলকে দারুণ সূচনা দিয়েছিলেন সৌম্য। পুরো টুর্নামেন্টে সৌম্য সরকার চার মেরেছেন ১৭টি, ছক্কা মেরেছেন ৯টি। তার দুটি ফিফটিই এসেছে ভিক্টোরিয়ার বিরুদ্ধে। একটি ফাইনালে এবং অপরটি লিগ পর্বে। সেই ম্যাচে অবশ্য ১০ রানে হেরেছিল রংপুর। তবে ফাইনালে সৌম্যই হয়ে উঠলেন সেরাদের সেরা। তার এই দারুণ ফর্ম জাতীয় দলের জন্যও সুখবর। সৌম্যর পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজ।
আরও পড়ুন… Pink Ball Test: অস্ট্রেলিয়া টিম বলেছিল… কেন অ্যাডিলেড ওভালের লাইট বন্ধ হয়েছিল? সামনে এল আসল কারণ
গ্লোবাল সুপার লিগে কেমন খেললেন সৌম্য সরকার
সৌম্য শুধু ম্যাচ সেরাই হননি, সিরিজ সেরার পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে। গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক যে তিনি। ৫ ইনিংসে ২ ফিফটিতে ৪৭.০০ গড় ও ১৪২.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮৮ রান। এ তালিকায় দুইয়ে থাকা হ্যাম্পশায়ারের পাকিস্তানি ব্যাটার শান মাসুদের চেয়ে ২৯ রান বেশি করেছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ ইনিংসটিও খেলেছেন সৌম্য। সেটিও ফাইনালের মঞ্চে। সৌম্যের এই ব্যাটিং দেখতেই তো দিনের পর দিন অপেক্ষায় থাকে বাংলাদেশ।
আরও পড়ুন… IND vs AUS 2nd Test-এ ওরা তো চাপটাই তৈরি করতে পারল না: বুমরাহ-সিরাজ-হর্ষিতদের উপর চটলেন গাভাসকর
ফাইনালের সেরা ও টুর্নামেন্টের সেরা হয়ে কী বললেন সৌম্য সরকার
সৌম্য নিজেও নিশ্চয়ই নিজের পরিসংখ্যান সম্পর্কে জানেন। সে কারণেই দেশের বাইরে খেলা প্রথম টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সকে দেখছেন টার্নিং পয়েন্ট হিসেবে। সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে সৌম্য সরকার বলেছেন, ‘সুযোগ দেওয়ার জন্য রংপুর রাইডার্সকে ধন্যবাদ। প্রথমবারের একটি গ্লোবাল টুর্নামেন্টে খেলেছি। এটা আমার কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট।’ দারুণ ছন্দকে কাজে লাগিয়ে সৌম্য খুব দ্রুতই দলের জার্সি গায়ে পরে মাঠে নামতে চাইবে। আগামীকালই সেন্ট কিটসে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা সৌম্যর। সংস্করণ ভিন্ন হলেও একই কন্ডিশনে খেলা হওয়ায় সৌম্যর দিকে বাংলাদেশের প্রত্যাশা থাকবে।