শুভব্রত মুখার্জি:- অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই জাতীয় সিনিয়র পুরুষ দলের পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে অত্যন্ত হতাশাজনক।তার উপরে দলের মধ্যে বিবাদ নিয়ে নানা তথ্য উঠে আসছে। যদিও অফিসিয়ালি বিষয়টি অস্বীকার করা হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফে। এমন আবহে ঘরে বাইরে বেশ চাপে রয়েছেন বাবর আজমরা। সামনেই কয়েক মাস বাদে ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির।তার আগে ঘরের মাটিতেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। এমন আবহে পাকিস্তান ক্রিকেটের দুর্দশা নিয়ে সোমবারেই মুখ খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই মুহূর্তে পাকিস্তানের ক্রিকেটীয় সিস্টেমে নবীন প্রতিভা উঠে আসছে না।
আরও পড়ুন-ইজরায়েলের মাঠে দুরন্ত জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! নামছে ইংল্যান্ডও…
কলকাতাতে একটি প্রোমোশনাল ইভেন্টে উপস্থিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ' আমি এই মুহূর্তে পাকিস্তানে সত্যিকারের প্রতিভাবান ক্রিকেটারের অভাব দেখছি। যখনই আমার বা আমাদের পাকিস্তানের কথা মনে পড়ে তখন আমার মাথায় আসে মিয়াঁদাদ,ওয়াসিম,ওয়াকার,সৈয়দ আনোয়ার,মহম্মদ ইউসুফ এবং ইউনিস খানের নাম। আমার কাছে পাকিস্তান ক্রিকেটের স্মৃতি এটাই। কিন্তু বর্তমান সময়ে সেটা ম্যাচ জেতাতে একেবারেই সাহায্য করবে না। প্রতিটা জেনারেশনে নতুন নতুন প্রতিভা উঠে আসার দরকার রয়েছে। যারা দলের হয়ে ম্যাচ উইনার হবে। বিশ্ব ক্রিকেটের নিরীখে যদি আমি পাকিস্তানের ক্রিকেটের দিকে তাকাই আমি তাদেরকে কাছ থেকে দেখেছি ওয়েস্ট ইন্ডিজের (টি-২০ বিশ্বকাপে) ,ভারতের (ওডিআই) বিশ্বকাপে। ওই দুই টুর্নামেন্টে খারাপ পারফরম্যান্স করার পরে ওরা ঘরের মাটিতেও এবার বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হেরেছে। আমার মনে হয় এখন পাকিস্তানে প্রতিভাবান ক্রিকেটারের খুব অভাব রয়েছে। আর এর ফলেই সমস্যায় পড়ছে জাতীয় দল।'
তিনি আরো যোগ করেন ' এই সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। যারা পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত তাদেরকে এই বিষয়টায় নজর দিতে হবে। আমি কিন্তু ওদেরকে কোনরকম অসম্মান করার জন্য এইসব কথাগুলো বলছি না। পুরনো দিনের পাকিস্তান দলে দুর্দান্ত সমস্ত ক্রিকেটাররা ছিলেন। বর্তমান পাকিস্তান দলে আমরা সেটা একেবারেই দেখতে পাইনা। '
উল্লেখ্য পাকিস্তানের পরবর্তী সিরিজ ঘরের মাঠে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ৭ অক্টোবর থেকে। মুলতানে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে।তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে যেহেতু স্টেডিয়ামগুলোতে সংস্কারের কাজ চলছে ফলে শেষ মুহূর্তে ভেন্যুতে পরিবর্তন হলেও হতে পারে।