খুব বেশিদিন আগের কথা নয়, মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্ব হারিয়েছিলেন রোহিত শর্মা। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। হার্দিক এসে তাঁর পদে বসে পড়ায় বিষয়টি মেনে নিতে পারেননি রোহিত শর্মার ভক্তরা। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিং রুমেও এর আঁচ পড়েছিল, যার ফলে ঘরোয়া কোন্দলের প্রভাবে দল শেষ করেছিল আইপিএলে লিগের লাস্ট বয় হিসেবে। সেই মুম্বইয়ের চার ক্রিকেটারই ভারতীয় দলের প্রথম একাদশের অপরিহার্য অঙ্গ। আশঙ্কা ছিল, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না তো হার্দিক পান্ডিয়ার। যদিও সেই সম্ভাবনা দেখা দেয়নি টি২০ বিশ্বকাপে। ষোলোয়ানা পেশাদার ক্রিকেটাররা কেউই সেই ভুল করেননি, আর তাতেই টিম ইন্ডিয়ার ইঞ্জিন চলছে মসৃণ গতিতে। এরই মধ্যে রোহিতের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রাক্তন বিসিসিআই সভাপতি খুশি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পারফরমেন্সে। সামনে থেকে দলকে শুধু ব্যাটিংয়ে নেতৃত্ব দিচ্ছেন তাই নয়, পরিস্থিতি অনুযায়ী অধিনায়কত্বে নিজের দুরদর্শিতার ছাপও রাখছেন রোহিত। কখন কোন বোলারকে দিয়ে বোলিং করালে সাফল্য আসবে, সব যেন হাতের তালুর মতোই চিনে ফেলেছেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লের মধ্যে অক্ষর প্যাটেলকে বোলিংয়ে এনে চমক দেখিয়েছেন, সাফল্য পেতেই এখন হিটম্যানকে কুর্নিশ জানাচ্ছেন সকলে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘আমি রোহিত শর্মার জন্য খুব খুব খুশি। জীবনের চাকা ঘুরতে সময় লাগে না। মাত্র ৬ মাস আগে পর্যন্ত এই রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পর্যন্ত পাননি, সেই রোহিতই এখন ভারতকে নেতৃত্ব দিয়ে একটিও ম্যাচ না হেরে দলকে টি২০ বিশ্বকাপের ফাইনালে তুলেছে। দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে অপরাজিতভাবে দলকে তোলা কিন্তু মুখের কথা নয়। বিরাট যখন অধিনায়কত্ব ছেড়েছিল আমি তখন বোর্ড সভাপতি ছিলাম, রোহিত অধিনায়কত্ব নিতে চায়নি প্রথমে। অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছিল ওকে। আর আমার মতে বিরাটের উচিত ওপেনিং করা। কারণ সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা একটা প্রতিষ্ঠানের মতো। তিন চারটে ম্যাচে আউট হলেই তাঁদের দুর্বল ভাবার কোনও কারণ নেই। কয়েক মাস আগেই এই বিরাট কোহলিই বিশ্বকাপে ৭০০ রান করেছিল। ’।
আরও পড়ুন-একদিনে ৫২৫রান! রোহিতদের আগেই প্রোটিয়াদের নিয়ে ছেলেখেলা শেফালি-মন্ধনাদের
প্রাক্তন বোর্ড সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলছেন, ‘আমার মনে হয় না ছ মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারবে রোহিত শর্মা। হারলে হয়ত বার্বাদোসের সমুদ্রে ঝাঁপ দেবে। এবারে ও দুর্দান্ত ব্যাটিং করেছে, দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। ওর অধিনায়কত্বে ভারতীয় দলের উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে। বড় প্রতিযোগিতা জিততে একটু ভাগ্যের প্রয়োজন হয়, আমি চাই সেই ভাগ্য যেন ওরা পায়। ওডিআই বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল, অপরাজিত ছিল, শুধুই একটা খারাপ দিন ভারতের স্বপ্নভঙ্গ করে। বিশ্বকাপ জেতার থেকে আইপিএল জেতা আরও কঠিন, আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আইসিসির বিশ্বকাপের সঙ্গে আইপিএলের তুলনা করছি না, কিন্তু আইপিএলে ১৮ টার মতো ম্যাচ হয়, সেখানে আইসিসি প্রতিযোগিতায় ৮-৯টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া যায়। তাই যেই অধিনায়ক পাঁচবার আইপিএল জিতেছে, তাঁর পক্ষে বিশ্বকাপ জেতাও সম্ভব’।
আরও পড়ুন-'ওপরে বল দিক, এমন দেব না'! লিভিংস্টোনকে ছয় মেরে কথা রাখলেন হিটম্যান
মাইকেল ভনের করা ভারতীয় দলকে আইসিসি সুবিধা করে দিচ্ছে, এই মন্তব্যেরও পাল্টা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি জানিনা কিভাবে ম্যাচে সম্প্রচারের সময়ের সঙ্গে ভারতের পারফরমেন্স নির্ভর করতে পারে। মাইকেল ভন আমার খুব ভালো বন্ধু, কিন্তু গায়ানাতে ম্যাচ দেওয়া হয়েছে ভারতকে জেতানোর জন্য এই কথাটা ঠিক নয়, কারণ ভারত তো সব মাঠে গিয়েই জিতে এসেছে, সেখানে গায়ানার কথা আসছে কেন। আর ভারত বিশ্বক্রিকেটে নিজেদের পারফরমেন্স, সম্প্রচার এবং অর্থ সব দিক থেকেই অবদান রেখেছে। তুমি যদি কোনও সংস্থার ৮০ শতাংশ শেয়ারের মালিক হও, তাহলে তো তোমার লাভের পরিমান বাকিদের থেকে বেশি থাকবে, সেটাই স্বাভাবিক ’।
আরও পড়ুন-হেরেছেন জোড়া বিশ্বকাপ ফাইনাল! থার্ড টাইম লাকি হবেন দ্রাবিড়? জানালেন সাংবাদিক সম্মেলনে
ব্যাট হাতে ২৪৮ রান করে এই মূহূর্তে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের মালির রোহিতই। ফাইনালে ৩৪ রান যোগ করতে পারলেই এবারের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও হতে পারেন মুম্বইকর এই ব্যাটার। যদিও ব্যক্তিগত মাইলস্টোন ভুলে রোহিত শর্মার টার্গেট এখন শুধুই টি২০ বিশ্বকাপের ট্রফি।