রোহিত শর্মাকে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নেটিজেনদের একাংশ অভিযোগ করেছেন যে রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততেই 'ক্রেডিট' নেওয়ার চেষ্টা করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি। এক নেটিজেন বলেছেন, ‘২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ সালের এশিয়া কাপ, ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ- (রোহিতের অধিনায়কত্বে) তো এসব টুর্নামেন্টে হেরে গিয়েছিল ভারত। সেটার ক্রেডিট কে নেবেন?’ অপর একজন বলেন, ‘ভারত যদি টি-টোয়েন্টি ফাইনালটা হেরে যেত, তাহলে ক্রেডিট নিতে আসতেন তো?’
কিন্তু সৌরভ ঠিক কী বলেন, যা নিয়ে নেটিজেনদের একাংশ চটে গিয়েছেন?
সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ বলেন যে ‘ওকে (রোহিত) যখন অধিনায়কের দায়িত্ব দিয়েছিলাম, তখন আমার অনেক সমালোচনা করা হয়েছিল। আর এখন যখন রোহিতের নেতৃত্বে (ভারত) ট্রফি জিতেছে, তখন কিন্তু কেউই আর আমায় গালাগালি দিচ্ছে না। আমিই যে ওকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, সেটাও সবাই ভুলে গিয়েছে।’
আরও পড়ুন: ZIM vs IND: স্বার্থপর, কখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
সৌরভের উপর চটে যান নেটিজেনরা
এক নেটিজেন বলেন, 'রোহিতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ক্রেডিট চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে রাখবেন, যে বছরগুলিতে ভারত ট্রফি জেতেনি, সেখানেও যে ওঁনার ক্যামিও ছিল, সেটা ভুলে যাবেন না।' অপর একজন বলেন, 'ভারতীয় ক্রিকেটের প্রতি যে অবদান রেখেছেন, সেটার জন্য আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু ওই (বিরাট থেকে রোহিতের হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়ার) সময়টা আরও ভালোভাবে সামলানো যেত। এখন যে কথাগুলো বললেন, সেটা নেহাতই খবরে থাকার জন্য বলেছেন।'
একজন আবার কথার কোনও রেয়াত করেননি। সরাসরি সৌরভকে উদ্দেশ্য করে বলেছেন, 'আরও একজন ক্রেডিট চোর।' অপর একজন বলেন, 'রোহিত শর্মা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও এই সত্যিটা কখনও পালটে যাবে না যে বিরাট কোহলিকে জোর করে টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। বিশেষত টেস্ট থেকে। বিরাট অবশ্যই টেস্টে অধিনায়কত্ব করতে চাননি। কিন্তু বিরাটের থেকে টেস্টের অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন সৌরভ।'
সৌরভকে সমর্থনও করেছেন অনেকে
সৌরভের পাশে দাঁড়িয়ে এক নেটিজেন বলেন, 'দাদা বরাবরই এরকম। নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন। মনে করে দেখবেন যে উনি নিজের ব্যাটিংয়ের জায়গাটা বীরেন্দ্র সেহওয়াগকে দিয়েছিলেন। দাদার কারণে যুবরাজ সিং, জাহির খান, মহম্মদ কাইফের মতো খেলোয়াড় পেয়েছিল ভারত।' অপর একজন বলেন, ‘দাদা সবসময়ই ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ কাজ করেছেন। মহেন্দ্র সিং ধোনিকে খুঁজে পেয়েছিলেন। রোহিতকে অধিনায়ক করেছেন। উনি রত্ন খুঁজে আনেন।’