শুভব্রত মুখার্জি:- আসন্ন আইপিএলের মরশুম শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তার অনেক আগেই দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা অধিনায়ক রিকি পন্টিং। এরপরেই একটা জল্পনা ছিল পন্টিংয়ের জায়গায় দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হতে পারেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কারণ দলের কোচিং স্টাফে দীর্ঘদিন তিনি রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেছেন। দলটাকে হাতের তালুর মতন চেনেন তিনি। তবে যা শোনা যাচ্ছে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় যে হেড কোচের দায়িত্ব নিচ্ছেন না তা কার্যত তিনি নিশ্চিত করে দিয়েছেন। পাশাপাশি জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিকেটারকে যে তিনি এই গুরু দায়িত্ব দিতে চান তাও নিশ্চিত করেছেন তিনি।
বাংলা দৈনিক সংবাদপত্র আজকালের এক রিপোর্ট অনুযায়ী, রিকি পন্টিংয়ের ছেড়ে যাওয়া পদে যে তিনি দায়িত্ব নেবেন না তা স্পষ্ট করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার বদলে তিনি একদা তার 'ভাবশিষ্য' যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ করে আনতে কথাবার্তা চালাচ্ছেন। ঘটনাচক্রে সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময়ে খেলতেন সেই সময় থেকেই তাঁর প্রিয় এবং স্নেহের পাত্র যুবরাজ সিং। ২০২৫ সালের আইপিএলে যুবরাজ সিংকেই তিনি দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে চাইছেন। এই রিপোর্ট অনুযায়ী দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন যুবরাজ সিং। দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের সঙ্গে এই বিষয়টি নিয়ে যুবরাজ সিংয়ের বেশ কয়েকবার কথাও হয়েছে। দুই পক্ষ প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে সহমতও হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন… পিসিবি-র ঘরোয়া ক্রিকেটে মেন্টরের দায়িত্বে মিসবাহ-সাকলিন-সরফরাজ-মালিক-ওয়াকাররা
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ হওয়া যুবরাজ সিংয়ের জন্য কেবল সময়ের অপেক্ষা। ঘটনাচক্রে এর আগে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে যুবরাজকে নিয়ে আরও একটি খবর করা হয়েছিল। যাতে বলা হয়েছিল তিনি গুজরাট টাইটানস ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব নিতে পারেন। কারণ তাদের কোচিং স্টাফের দায়িত্বে থাকা আশিষ নেহেরা সম্প্রতি এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন… টেস্ট ক্রিকেটকেই অগ্রাধিকার, ICC-র নয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই জয় শাহের বড় ঘোষণা
এর পাশাপাশি হেড কোচ গ্যারি কার্স্টেনও গুজরাটের দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছেন পাকিস্তানে। সেখানে সাদা বলের ফর্ম্যাটে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। অপর একটি রিপোর্টে দাবি করা হয়েছে দিল্লি ক্যাপিটালস দল নাকি রিকি পন্টিংয়ের অনুপস্থিতিতে একজন ব্যাটিং মেন্টর খুঁজছে। আর সেই দায়িত্ব দেওয়া হবে নাকি যুবরাজ সিংকে। ঘটনাচক্রে ২০১৫ সালে দিল্লির হয়ে খেলেছেন যুবরাজ। তাঁকে সেবার ১৬ কোটি টাকায় কিনেছিল দিল্লির ফ্র্যাঞ্চাইজি। যদিও ২০১৬ সালের নিলামে তাঁকে ছেড়ে দিয়েছিল তাঁর দল দিল্লি।